রাশিয়ার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের জন্য কত বিলিয়ন ডলারের চুক্তি?
নিউজ ডেস্কঃ ভারতবর্ষের কাছ রাশিয়া তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান বিক্রয় করতে চেয়েছিল, তবে এখনও পর্যন্ত সবকিছু আলোচনার স্তরে আছে, তবে সামরিক বিশেষজ্ঞদের মতে রাশিয়ার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সেভাবে অতিরিক্ত কিছু না থাকার কারনে ভারতের সেনাবাহিনীতে এই যুদ্ধবিমান দেখা যাবেনা হয়ত। অন্যদিকে ২০২৫ এই হয়ত দেশীয় প্রযুক্তির তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান হাতে পেতে পারে সেনাবাহিনী।
কিছু সূত্রের মতে জানা যাচ্ছে যে আলজেরিয়া রাশিয়ার থেকে ১৪ টি সুখই SU-57 ক্রয় করার চুক্তি করেছে। মোট ২ বিলিয়ন ডলারের এই চুক্তি। ২০২৫ থেকে ডেলিভারি শুরু হবে এই যুদ্ধবিমান গুলির।
১৪ টি SU-57 সব যুদ্ধাস্ত্র প্যাকেজ সহ দাম ২ বিলিয়ন ডলার। অর্থাৎ এক একটি SU-57 এর দাম ১৪৩ মিলিয়ন ডলার! একটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের এতটা কম দাম কি করে সম্ভব? এমনটাই প্রশ্ন একাধিক সমর বিশারদের!!! যেখানে ভারতের এক একটি রাফায়েলের দাম ১৮৬ মিলিয়ন ডলার। F-35 এর দাম প্রায় ২১০ মিলিয়ন ডলার।