আফগানিস্তানে পরিস্থিতির পেছনে ভারতবর্ষের কতোটা হস্তক্ষেপ থাকবে?
নিউজ ডেস্কঃ আফগানিস্থানে ক্ষমতায় তালিবান। আফগানিস্থানের জমির ৮০ শতাংশের বেশি এখন তালিবানদের দখলে। কিন্তু ২০০০ সালের আগের তালিবান এবং এখনকার তালিবানের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে।
১৯৯৯ সালে কান্দাহারে ভারতের বিমান হাইজ্যাক করেছিল আফগানিস্থান এবং ২০২১ সালে এসে ভারতের হয়ে গুণগান করেছে তারা। অর্থাৎ বেশ কিছু বদল ঘটেছে এই তালিবানদের মধ্যে। আসলে এখন তালিবানরা অনেক বেশি রাজনৈতিক গুরুত্বকে প্রাধান্য দিচ্ছে। এরা বর্তমানে ধর্ম ভিরু নয় বেশিরভাগটাই এরা রাজনৈতিক সম্পর্ককে বেশি গুরুত্ব দিচ্ছে। এরা বর্তমানে পাকিস্তানের বিরুদ্ধে পর্যন্ত লড়তে পিছুপা হচ্ছে না। শুনতে অবাক লাগলেও তালিবানরা এখন ভারতবর্ষের সাহায্য এবং হস্তক্ষেপ চাইছে।
ভারতবর্ষ কোনকিছুর মধ্যে সেভাবে না জড়িয়ে সঠিক সময় এবং সঠিক পরিস্থিতির অপেক্ষা করছে। কারন ১৯৯৫ সালে ভারতের রাজনৈতিক পরিস্থিতি এবং ২০২৪ সালের ভারতের পরিস্থিতির মধ্যে পার্থক্য রয়েছে। কে কে খেলবে, কাকে কাকে খেলতে নেওয়া হবে। ভারত এখন এটাও ঠিক করে “খেলা হবে”, নাকি “খেলা হবে না”! যদিও হয় কোথায় হবে, কবে হবে, কখন হবে। ঠিক সেইরকমভাবে আফগানিস্তানে ঠিক কি হতে চলেছে সেখানে যে ভারতবর্ষের যথেষ্ট হস্তক্ষেপ হবে তা বলাই বাহুল্য।