১৫ কিমির মধ্যে সব কিছু ধুলো করে দেবে নৌবাহিনী
নিউজ ডেস্ক – দীর্ঘদিন যাবৎ ১৫ কিলোমিটারের মধ্যে নিশানা দাগতে মিসাইলের উপর বিশেষ দৃষ্টি নিক্ষেপ করেছিল ভারত। বহুদিন ধরেই পর্যবেক্ষণ চলছিল। কার্যত সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৫ কিলোমিটারের মধ্যে নিশানা আনতে সক্ষম এমন মিসাইল লঞ্চ করতে সফল হল ভারত। সফলতা পূর্ণ মিসাইলটি মূলত ভিএল- এস আর এস এ এম সর্ট রেঞ্জের। এই অভিনব পদ্ধতির মিসাইল বিশেষতভাবে সমুদ্র বাহিনী অর্থাৎ নৌ বাহিনী সেনাদের জন্য তৈরি করা হয়েছে।
শর্ট রেঞ্জের মিসাইল সম্পর্কে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছেন, একটি ইলেকট্রনিক নিশানায় লম্বালম্বি আঘাত হানার জন্য একটি মিসাইল পরীক্ষা হচ্ছিল। যেটির প্রথম ট্রায়াল’ হয় ২১ সালের ২২শে ফেব্রুয়ারি। পাশাপাশি এই পরীক্ষায় কড়া নজরদারি ছিল নৌবাহিনী উচ্চ পদাধিকারী সহ ডিআরডিও । দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রমে রঙ এনেছিল এই মিসাইল। যার কারণে প্রথম ট্রায়ালেই সফলতা পেয়েছে ভারত। রীতিমতো বিশেষজ্ঞদের অভিনব টেকনোলজিতে তৈরি হওয়া মিসাইলকে কেন্দ্র করে ভারতীয় নৌ বাহিনী এবং ডিআরডিও-র চেয়ারপার্সন ডক্টর জি সতীশ রেড্ডি সহ আর টিমকে অভিনন্দন জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আগামী দিনে নৌবাহিনীর ক্ষেত্রে এই মিসাইল কার্যকর হবে বলেই অনুমান করছেন বিশেষজ্ঞরা।