ভারত

প্যাঙ্গং লেকে শক্তি বাড়ছে ভারতীয় সেনাবাহিনীর

নিউজ ডেস্কঃ চীনের বিরুদ্ধে নিজেদের অবস্থান শক্ত রাখতে যে একাধিক পদক্ষেপ গ্রহন করতে তা একাধিকবার স্পষ্ট হয়ে গিয়েছিল। আর সেই কারনে স্থলে নয় জলে সেনাবাহিনী তাদের বিরুদ্ধে শক্তি বাড়াবে। নৌবাহিনী ইতিমধ্যে একাধিক পদক্ষেপ গ্রহন করেছে। বিশেষ করে সনার সিস্টেম থেকে শুরু করে একাধিক গোত্রের সাবমেরিন বিরাটভাবে আপগ্রেড করা হচ্ছে। তবে প্যাঙ্গং লেকে শক্তি বাড়াতে বিশেষ কিছু পদক্ষেপ গ্রহন করা হয়েছিল।

কিছুদিনের মধ্যেই আসতে আসতে ১২ টি ফাস্ট পেট্রোল বোট পেতে থাকবে ভারতীয় সেনা। জানুয়ারি মাসে গোয়া শিপইয়ার্ড লিমিটেডের সাথে চুক্তি হয়েছিল। চীনের আধিপত্য কমাতে প্যাংগং লেকে বিরাট সেনা মোতায়েন করা হয়েছিল। তবে ভারতের হাতে ফাস্ট পেট্রোল বোট না থাকায় বেশ অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। আর সেই কারনেই এই বোট গুলিকে সার্ভিসে নিয়ে আসার পরিকল্পনা করা হয়। লাদাখের প্যাংগং লেকে এগুলো মোতায়েন করা হবে। এই বোট গুলোতে ১২.৭ মি.মি রিমোট কন্ট্রোল ওয়েপনস সিস্টেম রয়েছে এবং এক একটি বোট ৩০-৩৫ জন ট্রুপস বহন করতে সক্ষম।

Leave a Reply

Your email address will not be published.