২০০৫ সালে অবসর নিলেও, আজও সার্ভিসে। ভারতবর্ষের জেমস বন্ড অজিত ডোভাল
নিউজ ডেস্কঃ অজিত ডোভাল। এই মানুষটিকে নিয়ে যতটা বলা যাবে ততটাই হয়ত কম। কারন তার জীবন বিচিত্রপূর্ণ এবং একাধিক রহস্যে ভরা। তার কাজ সম্পর্কে একন পর্যন্ত যতটাই আলোচনা বা সমালোচনা ততটা খুব কম বলে মত একাধিক বিশেষজ্ঞরা। উত্তরাখন্ডে আছে অপরূপ নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি পৌড়ি গাড়োয়াল। জেলাটির প্রত্যন্তে লুকিয়ে আছে আছে ঘিরি বানেলসিউন গ্রাম। ১৯৪৫ সালের ২০ জানুয়ারি, গ্রামটিতে জন্মেছিলেন ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত কুমার ডোভাল। বাবা গুণানন্দ ডোভাল ছিলেন সেনাবাহিনীর মেজর। খুব বেশিদিন গ্রামে থাকার সুযোগ হয়নি অজিত ডোভালের। শৈশবেই চলে গিয়েছিলেন আজমেঢ়। ভর্তি হয়েছিলেন কিং জর্জ রয়াল ইন্ডিয়ান মিলিটারি স্কুলে। স্নাতক স্তর পর্যন্ত সেখানেই পড়াশুনা করার পর, ১৯৬৭ সালে আগ্রা ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে মাস্টার ডিগ্রি করেছিলেন।
স্নাতক হওয়ার পর থেকেই পড়াশুনা শুরু করেছিলেন আইপিএস হওয়ার জন্য। ১৯৬৮ সালে সিভিল সার্ভিসেস পরীক্ষায় পাশ করে কেরালা ক্যাডারের আইপিএস হিসাবে পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন ডোভাল। কোট্টায়ামের অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপারের পদে প্রথম পোস্টিং ছিল তাঁর। সেই সময়ে একা হাতে থামিয়ে দিয়েছিলেন থ্যালাইসারির দাঙ্গা। পরবর্তীকালে যোগ দিয়েছিলেন ইন্টালিজেন্স ব্যুরোতে। ভারতের সর্বকনিষ্ঠ আইপিএস হিসেবে পুলিশ পদক পেয়েছিলেন ডোভাল। পেয়েছিলেন ‘প্রেসিন্ডেন্ট পুলিশ পদকও। তিনিই ভারতের প্রথম পুলিশ অফিসার যিনি কীর্তিচক্র সম্মান পেয়েছিলেন। তাঁর আগে পদকটির প্রাপকেরা ছিলেন সেনাবাহিনীর অফিসার।
মোট সাঁইত্রিশ বছর পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীতে কাজ করার পর, ২০০৫ সালে অবসর গ্রহণ করেছিলেন ইন্টালিজেন্স ব্যুরোর চিফ হিসেবে। যাঁর মুকুটের পালকগুলি আজ কিংবদন্তি হয়ে গিয়েছে।