ইরানের পরমানু কেন্দ্রকে কেন বারবার টার্গেট ইসরায়েলের?
নিউজ ডেস্কঃ ইসরায়েলের সাথে ইরানের সম্পর্ক যে সাপে নেওলে তা কমবেশি সকলেরই জানা। আর এই দুই দেশের মধ্যে ঝামেলা অশান্তি লেগেই থাকে। তবে ইসরায়েলের সাথে পেরে ওঠার ক্ষমতা যে ইরানের নেই তা বলাই বাহুল্য। মাঝে মধ্যেই শোনা যায় যে ইরানের ডাটা সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে, তার পেছনে রয়েছে ইসরায়েল।
ইরানের অ্যাটমিক এজেন্সি দাবি করেছে তাদের আন্ডারগ্রাউন্ড নাটানজ নিউক্লিয়ার প্ল্যান্টে বড় ধরনের সাইবার আক্রমন হয়েছে। আর এই ঘটনার পেছনে ইসরায়েলের মোসাদ রয়েছে। এমনটাই খরব একাধিক সংবাদমাধ্যমের, যদিও ইসরায়েল এখনও স্বীকার করেনি। ইরান এই প্ল্যান্টে গোপনে পরমানু অস্ত্র তৈরির চেষ্টা করছে। প্ল্যান্টটির সেন্সিটিভ ডাটা সেন্টার ড্যামেজ হয়ে গেছিল বলে আন্তর্জাতিক সুত্রের খবর।