তেজস মার্ক ১এ তৈরি করতে কত হাজার কোটি খরচ?
নিউজ ডেস্কঃ ভারতের দেশীয় কোম্পানি গুলির ক্ষমতা আসতে আসতে বাড়ছে, আর সেই কারনে একের পর এক সুবিধা হচ্ছে। বিশেষ করে মেক ইন্ডিয়ার কারনে ইতিমধ্যে বেশ লাভের মুখ দেখেছে দেশের একাধিক সংস্থা।
২০২০-২১ অর্থবর্ষে দেশীয় সংস্থা হ্যাল এর মুনাফা ৩ বিলিয়ন ডলার পেরিয়েছে। হ্যাল এখনও পর্যন্ত মোট ৪১ টি যুদ্ধবিমান/হেলিকপ্টার ও ১০২ টি নতুন ইঞ্জিন তৈরি করেছে যা দ্বারা মোট ১৯৮ টি যুদ্ধবিমানের ওভারহোলিং করা যাবে। পাশাপাশি তেজস মার্ক ১এ তৈরির জন্য অগ্রিম ৫৪০০ কোটি টাকা ইতিমধ্যে হ্যাল পেয়ে গেছে।