ভারত

পাকিস্তানে প্রবেশ না করেই পাক এয়ারবেস ধ্বংস করে দেবে ভারতবর্ষ!

নিউজ ডেস্কঃ পাকিস্তানে না প্রবেশ করেই পাকিস্তানের মাটিতে হামলা চালাতে পারবে ভারতীয় বায়ুসেনা। কথাটি শুনেই অবাক হচ্ছেন! যদিও অবাক হওয়ার মতোই কথা। কারন পাকিস্তানের কাছে ভারতের ১৩ টি ফ্লাইং এয়ার বেস আছে এবং আটটি নন ফ্লাইং এয়ার বেস আছে। যার ফলে পাকিস্তানের এলাকায় প্রবেশ না করেই ভারতের রেঞ্জের মধ্যে পড়বে।

৪০ থেকে ৫০ শতাংশ এয়ারবেস ভারতের গাইডেড বম্ব গুলির রেঞ্জের মধ্যে পড়বে

ব্রহ্মস বা scalp মিসাইল রেঞ্জের মধ্যে ৯০ শতাংশ এয়ার বেস পড়বে

আর সবচেয়ে বড় কথা s 400 এর মধ্যে ৯০% এয়ার বেস রয়েছে

অর্থাৎ ভবিষ্যতে পাকিস্তানের মাটিতে প্রবেশ না করেই তাদের একাধিক এয়ারবেস গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখবে ভারতবর্ষ। যুদ্ধ শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published.