বায়ুসেনার ক্ষমতা থাকলেও কেন ১৯৬২ র যুদ্ধে চীনের বিরুদ্ধে হারতে হয়েছিল দেশকে?
নিউজ ডেস্কঃ 1962 সালে ভারত চীন যুদ্ধে ভারতের হেরে যাওয়ার কারন কখনই ভারত বা চীনের শক্তির তারতম্য ছিল না। ছিল দুই দেশের চিন্তাভাবনার পার্থক্য। চীন যখন তিব্বত থেকে ভারতের ওপর ঝাপিয়ে পরেছিল তখন ভারতের সেনাবাহিনী নিজের সীমিত সরঞ্জাম নিয়ে যথেষ্ট প্রতিরোধ প্রথমিক ভাবে গড়ে তোলে। কিন্তু খুব তাড়াতাড়ি প্রয়োজন পরে বিমানবাহিনীর।
তৎকালীন প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু বিমানবাহিনী ব্যবহারে ছাড়পত্র দিতে অস্বিকার করে। আর বিমানবাহিনীর বোম্বার গুল ভারতীয় সেনাকে ব্যপক সুবিধা পাইয়ে দেওয়ার সুযোগটি হারায়। কারন ভারতীয় অঞ্চল গুলিতে বায়ুর ঘনত্ব ছিল বেশি। স্বাভাবিক ভাবে ভারতীয় বিমানবাহিনী অনেক বেশি লোড নিয়ে উড়তে পারতো। আর অনেক বেশি ফুয়েল বহন করতে সক্ষম ছিল।
অন্যদিকে তিব্বতের অঞ্চলো বায়ুর ঘনত্ব অত্যন্ত কম হওয়ায় চীনের বিমানগুলি “এ্যস্থিমা” রোগে আক্রন্ত ছিল। সামান্য লোড বেশি হলে হাপাতে হাপাতে বিমান রানওয়েপে পরতো। সেই সময় ভারতীয় বিমানবাহিনী প্রতিদিন যত অর্ডিন্যন্সের বর্ষন চীনের ওপর করতে পারতো চীন তার ১/৪ অংশ করতে সক্ষম ছিলনা এমটাই মত সামরিক বিশেষজ্ঞদের।