পৃথিবীর সবথেকে উঁচু যুদ্ধক্ষেত্র সিয়াচেনে কোন ক্লাসের হেলিকপ্টার ব্যবহার?
নিউজ ডেস্কঃ পৃথিবীর সবথেকে উঁচু যুদ্ধক্ষেত্র সিয়াচেনে পাহারা দেয় ভারতীয় সেনারা। সেখানে একাধিক প্রতিকূলতার সাথে পাহারা দিতে হয় সেনাবাহিনীদের। আর সেই সিয়াচেনের জন্য একাধিক উন্নত প্রযুক্তির অস্ত্র থেকে শুরু করে হেলিকপ্টার ব্যবহার করা হয়ে থাকে।
এই সিয়াচেনে অ্যান্টি এয়ারক্রাফট বন্দুক বহন করে দেশীয় টেকনোলোজিতে তৈরি হাল ধ্রুব। এই বন্দুকের ওজন ১ টন। এরকম উচ্চতায় এতো ভারী অস্ত্র বহন করা সোজা ব্যপার নয়।