ভারত

সারজিক্যাল স্ট্রাইকের মাস্টার মাইন্ড অজিত ডোভাল ঠিক কি করেছিলেন?

নিউজ ডেস্কঃ সারজিক্যাল স্ট্রাইক। পাকিস্তানের সেনা এবং জঙ্গিদের ভীত নড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। আর তারপরেই টনক নরে পাকিস্তানের। যদিও এই স্ট্রাইকের কথা অস্বীকার করে যায় পাকিস্তান। তবে এই সারজিক্যাল স্ট্রাইকের মাস্টার মাইন্ড অজিত ডোভাল বুঝিয়ে দিয়েছিলেন যে ভারতবর্ষ আর বসে থাকবেনা।

সার্জিকাল স্ট্রাইক(২০১৬)

২০১৫ সালের ২৭ জুলাই, তিন জইশ-ই-মহম্মদ জঙ্গি সেনা পোশাকে হামলা চালিয়েছিল পাঞ্জাবের গুরুদাসপুরের দিননগর পুলিশ স্টেশনে। জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন তিনজন সাধারণ নাগরিক ও চার পুলিশকর্মী।

২০১৬ সালের ২ জানুয়ারি, পাকিস্তানের মদতপুষ্ট ইউনাইটেড জিহাদ কাউন্সিলের পাঁচ জঙ্গি আক্রমণ চালিয়েছিল ভারতীয় বায়ুসেনার পাঠানকোট বিমানঘাঁটিতে। এই হামলায় শহিদ হয়েছিলেন সাত সেনা ও এক সাধারণ নাগরিক। খতম হয়েছিল পাঁচ জঙ্গি।

এখানেই থেমে থাকেনি ২০১৬ সালেরই ১৮ সেপ্টেম্বর, জইশ-ই-মহম্মদ জঙ্গিরা আত্মঘাতী হামলা চালিয়েছিল কাশ্মীরের উরি মিলিটারি ক্যাম্পে। শহিদ হয়েছিলেন ১৯ সেনা জওয়ান।

এই তিনটি জঙ্গি হামলার পর ধৈর্য্যের বাঁধ ভেঙেছিল ভারতের। উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে ছিলেন অজিত ডোভাল। ২০১৬ সালের ২৮ সেপ্টেম্বর। ভারতীয় সেনার সত্তর জন দুঃসাহসী কমান্ডো আকাশ ও স্থলপথে কাশ্মীরের নওগাম সেকটর দিয়ে লাইন-অফ-কন্ট্রোল পেরিয়ে ঢুকে পড়েছিলেন পাক অধিকৃত কাশ্মীরে। অতর্কিতে আঘাত হেনে গুঁড়িয়ে দিয়েছিলেন সন্ত্রাসবাদীদের ক্যাম্প। মারা গিয়েছিল ষাট থেকে সত্তর জন জঙ্গি ও পাকিস্তানি সেনা, যদিও পাকিস্তান তা অস্বীকার করে যায়।

Leave a Reply

Your email address will not be published.