ভারতবর্ষের বায়ুসেনার অফিসারদের ট্রেনিং দিতে কোন ক্লাসের বিমান ব্যবহার করা হয় জানেন?
নিউজ ডেস্কঃ ভারতবর্ষের ভবিষ্যতে প্রচুর পরিমাণে যুদ্ধবিমান আসতে চলেছে। বিশেষ করে দেশীয় পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান থেকে শুরু করে টুইন ইঞ্জিন ডেক বেসড ফাইটারের মতো যুদ্ধবিমান আসবে। আর সেই কারনে প্রচর পরিমাণে পাইলট ও নিয়োগ করা হবে। এইসকল কথা মাথায় রেখে ট্রেনিং নেওয়ার জন্য নতুন ট্রেনার বিমান ক্রয় করা হচ্ছে। বিশেষ করে দেশীয় বিমান গুলির উপর বেশি নজর দেওয়া হয়েছে।
ন্যাশানাল এরোস্পেস ল্যাবরেটারিজ বা NAL এর তৈরি পরবর্তী প্রজন্মের টু সিটার ট্রেনিং বিমান “হানসা” সফল ভাবে প্রথম ফ্লাইট টেস্ট সম্পন্ন করেছে। ৪০০০ মিটার অল্টিটিউডে ২০ মিনিটের এই ফ্লাইটে বিমানটির গতি ছিল ৮০ নটস।
Hansa NG পুরোনো Hansa বিমানের আপগ্রেডেড ভার্সন। ২০১৮ সালে কেন্দ্রীয় সরকার এই প্রজেক্টের অনুমোদন দিয়েছিল। ইতিমধ্যেই প্রায় ৭২ টি ফ্লাইং ক্লাব এবং অ্যাকাডোমি থেকে NAL লেটার অফ ইন্টারেস্ট অর্থাৎ বিমান ক্রয় করতে চেয়ে চিঠি দিয়েছে।