ভারতবর্ষের রাফালেকে কেন সমীহ করার পেছনে কি কারন রয়েছে? দেখুন ভিডিও
ডিফেন্স ডেস্কঃ পুলওয়ামা থেকে শুরু করে অভিনন্দন ভার্থমানকে ভারতের হাতে তুলে দেওয়া নিয়ে পাকিস্তানের সাথে যে যুদ্ধকালীন পরিস্থিতি ভারতের দরবারে উপস্থিত হয়েছিল তাতে দেশবাসির নজর ছিল ভারতের ডিফেন্স বাহিনীর দিকে। সমতল থেকে আকাশ পথ। গোটা পরিস্থিতির উপর নজর ছিল গোটা ভারতবর্ষ থেকে শুরু করে পুরো বিশ্বের। তবে তার মধ্যে একটা কথা না বললেই নয় যে ভারতের হাতে যদি রাফালের মতো মাল্টি রোল এয়ার ক্র্যাফট থাকতো তাহলে পাকিস্তানের মনে আরও বেশি ভয় ঢোকাতে সক্ষম হত ভারতীয় বায়ু সেনা। কিন্তু প্রশ্ন হল এখনও পর্যন্ত রাফালে এয়ার ক্র্যাফট নিয়ে দেশীয় রাজনীতি বেশ গরম। বর্তমানে বেশ কিছু রাফালে সেনাবাহিনীর হাতে এসে পৌঁছেছে, আর ফলে বেশ খানিকটা ক্ষমতা বেড়েছে সেনাবাহিনীর। পাশাপাশি চীন এবং পাকিস্তান ও বেশ কিছুটা চাপে আছে। রাফালে ক্রয় করতে আগ্রহী হয়ে উঠেছিল কেনও ভারতের বায়ু সেনা? কি এমনই বা আছে এই লাইট ফাইটার জেটটি তে?