ভারতবর্ষ কোনোদিন কি পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখল করতে আদৌ পারবে?
নিউজ ডেস্কঃ ইউক্রেন-রাশিয়া নিয়ে এই মুহূর্তে বিশ্ব রাজনীতি সরগরম। বিশেষ করে ইউরোপ এবং আমেরিকার অস্বস্তি বাড়ছে এই কারনে। তবে অনেকেরই প্রশ্ন যে রাশিয়া যদি ইউক্রেন দখল করার সাহস রাখে তাহলে ভারতবর্ষ কেন পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখল করতে পারবেনা?
এরকম প্রশ্ন আসাটা খুব স্বাভাবিক তবে কখনও কি ভেবে দেখেছেন যে পাকিস্তান কতোটা শক্তিশালি? অর্থাৎ রাশিয়ার মত পাকিস্তানের থেকে Pok দখল করে নেওয়া উচিৎ ভারতবর্ষের কিংবা চীন যেমন তাইওয়ানের কে নিয়ে ঝামেলা করছে বা ইসরায়েল যেমন মধ্যপ্রাচ্যে রাজত্ব করছে আমরা কেন সেভাবে পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারছেনা? আমাদের সেনার কম্যান্ড অথরিটির মাথায় কী আসে নি এমন কথা?
একটা কথা খুব পরিস্কার পাকিস্তানকে ইউক্রেন, তাইওয়ান বা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে তুলনা করা যায়না। কারন পাকিস্তান দেওলিয়া হলেও ওদের পরমানু অস্ত্র রয়েছে যে কারনে ভারতবর্ষ এখনও POk ফিরিয়ে নিতে পারছে না। চীন, রাশিয়া, ইসরায়েল যেসব দেশের বিরুদ্ধে বীরত্ব দেখায় তারা কেউই পরমানু ক্ষমতা সম্পন্ন দেশ নয়। আবেগের বশে পাকিস্তান কে আক্রমণ করলে পাকিস্তান জানে ওরা আমাদের সাথে পারবে না তাই ওরা পরমানু অস্ত্র ব্যবহার করবেই। পাকিস্তান তো ধ্বংস হবেই সাথে অর্ধেক ভারতবাসী ও শেষ হয়ে যাবে। যতদিন না ভারতবর্ষের হাতে ব্যালেস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম পুরোপুরি অপারেশনাল হচ্ছে ততদিন পর্যন্ত ভারতবর্ষ পাক অধিকৃত কাশ্মীর নিয়ে কোনও পদক্ষেপ গ্রহন করতে পারবেনা বলেই মত সামরিক বিশেষজ্ঞদের।