রাশিয়া

৬৬ হাজার ফুট উচ্চতা থেকে আক্রমন করতে সক্ষম রাশিয়ার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। রইল ভিডিও

নিউজ ডেস্কঃ সুখই। এই সিরিজের এমন কিছু যুদ্ধবিমান রয়েছে যা একাধিক দেশকে রীতিমতো শঙ্কিত করেছিল একটা সময়। বর্তমান সময় দাঁড়িয়ে মিগের অবস্থা খারাপ হওয়ার কারনে সুখই এর কাছ থেকে বেশিরভাগ যুদ্ধাস্ত্র ক্রয় করছে রাশিয়া। ভারতবর্ষের প্রধান যুদ্ধবিমান ই সুখই এর তৈরি।

সুখই সু ৫৭। অ্যামেরিকার পর রাশিয়ার তৈরি এই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান একমাত্র রাশিয়ার বায়ুসেনা এবং নৌসেনার কাছেই রয়েছে। মোট ১২ টি যুদ্ধবিমান তৈরি করা হয়েছে। যার মধ্যে ১০ টি টেস্টের জন্য বাকি ২ টি সার্ভিসে আছে কিনা সেই বিষয়ে সঠিক খবর এখনও পাওয়া যায়নি। তবে এই যুদ্ধবিমানটি আলজেরিয়ার কাছে দেখা যেতে পারে।

২০১০ সালে প্রথমবার আকাশে দেখা যায় রাশিয়ার তৈরি এই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকে। তবে এখনও সেভাবে সার্ভিসে আনতে পারেনি তারা।

১৫০০০ কেজির উপর যুদ্ধাস্ত্র বহনে সক্ষম এই যুদ্ধবিমানটি ২০০০ কিমি/ঘণ্টা গতিবেগে হামলা করতে সক্ষম। ৬৬০০০ ফুট থেকে উড্ডয়নের পাশাপাশি এটি বিশেষ ভাবে রেডারকে ফাঁকি দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published.