দেশীয় যুদ্ধবিমান তেজাস পৃথিবীর আর কোন দেশগুলিকে বিক্রি করতে চলেছে?
নিউজ ডেস্কঃ তেজাস। ভারতের হাতে এই যুদ্ধবিমানটি আসার পর ভারতের ক্ষমতা বেড়েছে তা বলাই বাহুল্য। আসলে ভারতের আকাকে সুরক্ষিত করতে এই যুদ্ধবিমান তৈরি করা হয়েছে। তবে তেজাসের ক্ষমতা দেখার পর প্রতিবেশী বহু দেশ এই যুদ্ধবিমান ক্রয় করতে আগ্রহী হয়েছে।
ভারতের দেশীয় বার্ডস তেজসের সবথেকে ভালো ক্রেতা হতে পারে ভিয়েতনাম। একাধিক কারনের জন্য এমনটাই মনে করেন একাধিক সামরিক বিশেষজ্ঞরা। প্রথমত ভিয়েতনামের আকাশ সীমা ছোট, অন্যদিকে আবার রক্ষণাবেক্ষণ খরচ কম। ভিয়েতনাম রাশিয়ার সুখই সু ৩০ র মতো যুদ্ধবিমান ক্রয় করতে পারে তবে সুখই এর রক্ষণাবেক্ষণ খরচ বেশি হওয়ার কারনে তাদের কাছে তেজাসের মতো যুদ্ধবিমান ঠিক আছে এমনটাই মত সামরিক বিশেষজ্ঞদের। এছাড়াও তাজাস মাল্টিরোল যুদ্ধবিমান এবং এতে বিভিন্ন দেশের যুদ্ধাস্ত্র ইন্সটল করা যাবে। ভারতের অস্ত্র বিভিআর, পিজিএম (প্রেসেসিয়ান গাইডেড মিউনিশান) আর ব্রাহ্মোস-এনজির সাথে তেজস মার্ক-১এ ভিয়েতনামকে অফার করলে ভিয়েতনামের জন্য অন্যতম সেরা অফার হতে পারে।