চীনের বিরুদ্ধে লড়তে আমেরিকার কোন ক্লাসের এয়ার ডিফেন্স সিস্টেমের দরকার?
নিউজ ডেস্কঃ চীনের শত্রু। শব্দটি উঠলেই এতো গুলি দেশের নাম উঠে আসবে যা হয়ত অনেকেরই অজানা। সীমান্ত নিয়ে ঝামেলা নেই চীনের সাথে এমন দেশ খুঁজে পাওয়া বেশ মুশকিল। মাঙ্গলিয়ার মতো দেশের সাথেও ঝামেলা রয়েছে চীনের। ঠিক তেমনই তাইওয়ান। দীর্ঘদিনের ঝামেলা এই দেশটির সাথে চীনের। তাই একাধিক পরিস্থিতিতে তাইওয়ানের পাশে দাঁড়িয়েছে আমেরিকা। এবার আমেরিকা থেকে নতুন এক যুদ্ধাস্ত্র ক্রয় করার সিদ্ধান্ত নিল তাইওয়ান।
তাইওয়ান আমেরিকা থেকে ‘হারপুন কোষ্টাল ডিফেন্স সিস্টেম'(HCDS) ক্রয় করতে চলেছে। এর আই কারনে তাইওয়ানের মোট ২.৩৭ বিলিয়ন ডলার খরচ হবে। এই চুক্তি অনুসারে তাইওয়ান মোট চারশোটি হারপুন মার্ক-২ অ্যান্টি শীপ মিসাইল ও একশো HCDS পাবে,সাথে থাকবে অন্যান্য সিস্টেম সমূহ।
যখন তাইওয়ান সারা বিশ্বে চীনের বিপক্ষ শক্তি হিসাবে নিজেদের প্রকাশ করছে,তখন ‘শত্রুর-শত্রু আমার বন্ধু’এই নীতি অনুসারে ভারতের উচিত ছিল তাইওয়ানের সাথে সম্পর্ক সহজ করা। প্রয়োজনে তাদের ব্রহ্মস কোষ্টাল ডিফেন্স সিস্টেম অফার করা এমনটাই মত সামরিক বিশেষজ্ঞদের।