একটানা ৪৫ দিন মাঝ আকাশে সার্ভিসে দেবে কোন গোত্রের যুদ্ধবিমান? দেখুন ভিডিও
নিউজ ডেস্কঃ আমেরিকা ৫০ থেকে শুরু করে ৭০ বছর আগে এমন কিছু টেকনোলোজি সামনে নিয়ে এসেছিল বা কল্পনা করেছিল যা সত্যি অবাক করার মতো। ভবিষ্যতে কাজ করার জন্য সেইসময় তারা সেইসকল প্রোজেক্ট সকলের সামনে নিয়ে আসেনি বা আর উন্নয়ন করতে চায়নি। তবে স্পষ্টত কিছু জানা যায়না। কিন্তু তারা সেইসকল বিষয় নিয়ে যে চুপ করে বসেছিলনা তা কমবেশি এখন আসতে আসতে স্পষ্ট হচ্ছে। তার মধ্যে একটি বিরাট বড় প্রোজেক্ট ছিল ফ্লাইং এয়ারক্রাফট ক্যারিয়ার। অর্থাৎ আকাশ পথেই বিমান ল্যান্ডিং করার মতো টেকনোলোজি।
১৯৬৯ এর দিকে লখেড মার্টিন এমনই এক টেকনোলোজি সামনে নিয়ে আসে। কিন্তু তারপরে সেইসকল টেকনোলোজি নিয়ে তেমন কিছু আর জানা যায়নি। কিন্তু ভবিষ্যতে তারা পরমাণু ক্ষমতা সম্পন্ন এমনই এক টেকনোলোজি সামনে নিয়ে আসতে চলেছে যেখানে এই পরমাণু ক্ষমতা সম্পন্ন বিমান আকাশে টানা ৪১ দিন কাটাতে সক্ষম হবে, পাশাপাশি ৩০০০ ট্রুপকে ১ ঘণ্টার মধ্যে পৃথিবীর যেকোনো প্রান্তে পৌঁছে দিতে সক্ষম হবে। শুধুতাই নয় এই বিমানে করে ২০ উপর যুদ্ধবিমান বহন করবে, এবং যেকোনো মুহূর্তে সেই বিমানের ওপরে সেই বিমান গুলি ল্যান্ডিং করতে সক্ষম হবে।