কোন যুদ্ধবিমানকে ভারতবর্ষের বায়ুসেনার শিরদাঁড়া বলা হয়?
নিউজ ডেস্কঃ ভারতীয় বিমানবাহিনী তে সার্ভিসে থাকা অন্যতম ঘাতক যুদ্ধবিমান হচ্ছে সুখোই-৩০ এমকেআই। ভারতীয় বিমানবাহিনীর মেরুদণ্ড বলা হয় এই সুখোই -৩০ এমকেআই কে।
রাশিয়ার সুখোই করপোরেশনের তৈরি এই সুখোই-৩০ পৃথিবীর অন্যতম সেরা চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান। এর ন্যাটো নাম ফ্ল্যাঙ্কার -এইচ। আচ্ছা এখানে একটা মজার কথা বলি এই ন্যাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন তৈরি হয়েছিল ১৯৪৯ সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে। তৎকালীন সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়নকে আটকাবার জন্য ইউরোপের বিভিন্ন দেশ মিলে এই সংস্থা তৈরি করেছিল। সেই সোভিয়েত ইউনিয়ন আজ আর নেই কিন্তু ন্যাটো রয়ে গেছে।
ন্যাটো রাশিয়ার যেকোন প্রোডাক্ট এর নাম পরিবর্তন করে নিজেদের ইচ্ছেমত একটা নাম রাখে। যেমন দেখুন না গোটা বিশ্ব যে বিমান কে সুখোই -৩০ বলে সেটাকে ন্যাটো ফ্ল্যাঙ্কার-এইচ বলে। এবার আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে কখনও আমরা সুখোই-৩০ এমকেআই আবার কখনও আমরা সুখোই-৩০ কেনো বলছি দেখুন দুটি ভার্সন আলাদা। রাশিয়ার সুখোই কর্পোরেশন তৈরি করেছে সুখোই-৩০ নামে বিমনাটি এবার বিভিন্ন দেশ কেনার পর এই বিমানটিতে নিজেদের চাহিদা অনুযায়ী আপগ্রেড বা মডিফিকেশন করেছে যার জন্য বিভিন্ন দেশের বিমানবাহিনী তে বিমানটির ভার্সন আলাদা। যেমন রাশিয়ান বিমানবাহিনীর সুখোই -৩০ এর নাম সুখোই-৩০ এসএম, ভারতীয় বিমানবাহিনীতে এর নাম সুখোই-৩০ এমকেআই আবার চাইনিজ বিমানবাহিনী তে এর নাম সুখোই-৩০ এমকেকে / এমকেটু।