আমেরিকাতে হামলা করতে কত জন জঙ্গি ট্রেনিং দেওয়া হয়েছিল জানেন?
নিউজ ডেস্কঃ ২০ বছর আগে অর্থাৎ ২০০১ সালে আধুনিক আমেরিকার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল। জঙ্গি সংগঠন আল কায়েদা এর প্রধান ওসামা বীন লাদেনের পরিকল্পনায় ঘটনো জঙ্গি হামলায় আমেরিকায় ২,৯৯৭ জন নীরিহ মানুষ মারা যান। ইতিহাসে এই ঘটনা ৯/১১ নামে পরিচিত হয়ে আছে।
জঙ্গি সংগঠন আল কায়েদার মোট ঊনিশ জঙ্গি আমেরিকা থেকে চারটি সিভিলিয়ান এয়ারক্রাফ্ট হাইজ্যাক করে। এদের মধ্যে দুটি বিমান নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দুই টাওয়ারে আঘাত করে,একটি বিমান পেন্টাগনে আঘাত করে এবং চতুর্থটি পেনসিলভানিয়াতে ক্রাস করে।
এর পর মূলত পৃথিবীতে জঙ্গিবাদের ওপর দৃষ্টি ভঙ্গি পালটে যায়। এই ঘটনার পরই মূলত আমেরিকা ও ইউরোপীয় দেশ গুলি বুঝতে পারে যে জঙ্গিবাদের সমস্যা আঞ্চলিক নয়, এটি সারা বিশ্বের সমস্যা। কারণ ঐ ঘটনার আগে ভারতের মতো দেশ গুলো যখন ক্রমাগত জঙ্গিবাদের শিকার হচ্ছিল, তখন তা আধুনিক বিশ্বের কাছে আঞ্চলিক সমস্যা বলে মনে হচ্ছিল। কিন্তু তারা যখন জঙ্গিবাদের ভয়াবহ শিকার হয়,তখন তারা ভারতের মতো দেশের কথা বুঝতে পারে।
তবে সমস্যা হল এখনো বিশ্ব জঙ্গিবাদের বিরুদ্ধে একত্রিত হতে পারে নি। প্রায় সব কটা পরাশক্তিই নিজেদের স্বার্থে কোন না কোন জঙ্গি দলের ছত্রছায়া হয়ে রয়েছে। ফলে বর্তমান বিশ্বে জঙ্গিবাদকে আর ধর্মীয় বলে ব্যাখ্যা করা সম্ভব নয়। এই জঙ্গিরা মূলত, বিভিন্ন শক্তিশালী দেশের ফ্রন্টলাইন যোদ্ধা হয়ে গেছে। আর এই ব্যাপারে জাতিসংঘ একেবারেই ব্যর্থ এমনটাই মনে করেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
শুধু মাত্র এশিয়া নয় পৃথিবীর যেকোন দেশই জঙ্গি কার্যকলাপ ঘটতে পারে। যারা ভারতবর্ষের মতো দেশকে সেফ বলেনা না ঘুরতে আসার জন্য তারা কি কখনও ভেবে দেখেছেন যে পৃথিবীর সবথেকে বড় জঙ্গি হামলা কোথায় ঘটেছিল? আর কতজন ই প্রান হারিয়েছিলেন? এই ঘটনা গুলি তাদের চোখে আঙ্গুল দিয়ে প্রমান করার জন্য যথেষ্ট বলে মনে করেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।