ভারত

ভারতবর্ষের যুদ্ধবিমান সুখইকে অত্যাধুনিক করতে কোন ক্লাসের টেকনোলোজি ইন্সটল করা হচ্ছে জানেন?

নিউজ ডেস্কঃ সুখই সু ৩০ এম কে আই। ভারতবর্ষের প্রথম সারির যুদ্ধবিমান। রাশিয়ার থেকে ক্রয় করা বিধ্বংসী যুদ্ধবিমানের তালিকায় রয়েছে এই যুদ্ধবিমান। পৃথিবীর একাধিক দেশের হাতে এই সুখই যুদ্ধবিমান গুলি থাকলেও ভারতবর্ষের হাতে থাকা সুখইকে সবথেকে ভয়ংকর এবং বিধ্বংসী মানা হয়ে থাকে।

ভারতের বিমান বাহিনীর একটি উচ্চ অভিলাষী প্রজেক্ট এর মধ্যে একটি হল বর্তমানে ভারতের বিমান বাহিনীর মূল স্তম্ভ সুখোয় 30 এম কে আই বিমান গুলো কে সুপার সুখোয় তে উন্নীত করা। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রক অতি গুরুত্বপূর্ণ প্রজেক্ট টি নিয়ে খুব তৎপরতা কিন্তু অনুপস্থিত ।

প্রজেক্ট টি কি এবং এর আওতায় কি কি আধুনিকীকরণ হবে এই বিমানগুলো তে। বর্তমানে এদের সংখ্যা 260 আরো 12 টি অর্ডার দেয়া হয়েছে।

1 প্রপালশন সু 30 এম কে আই এর আসে রাশিয়ান AL 31F ইঞ্জিনে যার থ্রাস্ট 122,.6 kn কিলো নিউটন। এটি পরিবর্তন করা হবে AL 41F ইঞ্জিন দিয়ে, যা সুখই 35 বিমানে ব্যাবহার করা হয়। সবথেকে বেশি থ্রাস্ট 176 kn পাশাপাশি অধিক জ্বালানী সাশ্রয়ী ও বটে।

2 রাডার বর্তমানে সু 30 ব্যাবহার করে N011M রাডার , যেটি একটি হাইব্রিড PESA রাডার এর রেঞ্জ 140 কিমি , একে রিপ্লেস করবে ZHUK AE FGA 35 AESA রাডার দ্বারা। ফলে রেঞ্জ হবে 260 কিমি, এটা বর্তমানে রাডার থেকে বেশী পরিমান জ্যাম করা কঠিন ।

3 IRST ইনফ্রারেড সার্চ এন্ড ট্রাকিং , এটি বিমানের একটি গুরুত্বপূর্ণ অংশ এটা শত্রুর বিমান খুঁজতে রাডার কে সাহায্য শুধু করে না পাশাপাশি এমনকি স্টেলথ বিমানের ইঞ্জিন হিট সিগনেচার শনাক্ত করতে সহায়তা করে। বর্তমানে সুখোয় ব্যাবহার করছে OL S 30 IRST যার রেঞ্জ 80 কিমি যা বদল হবে OLS 50 দিয়ে যার রেঞ্জ 130 কিমি। এই জিনিস পঞ্চম প্রজন্মের সু 57 বিমানে ব্যাবহার করা হয়।

4 DSDR ডিজিটাল সফটওয়ার ডিনাইল রেডিও ফ্রিকোয়েন্সি হপিং ও সিকিওর যোগাযোগ প্রনালী, সিকিওর কমিউনিকেশন জ্যাম করা অসম্ভব এটা দেশেই তৈরী হচ্ছে।

5 নতুন ককপিট ইসরায়েল থেকে আমদানি করা ডিজিটাল টাচ ডিসপ্লে বেশ কিছু সয়ংক্রিয় ব্যাবস্থা যা পাইলট এর উপর চাপ কমাবে এবং পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে তাকে দ্রুত অবহিত করবে।

6 RCS নতুন এক কোটিং RAM রেডিয়েশন অবসরভেন্ট মেটাল কোটিং এবার বিমানগুলো তে ব্যাবহার হবে যা তাদের বিপক্ষের রাডার প্রণালীর কাছে অদৃশ্য করে তুলবে। আর নতুন যুদ্ধ আবহাওয়া তে বিপক্ষের একাধিক Sam প্রনালী কে ফাঁকি দিতে পারবে। RCS বহুল মাত্রায় হ্রাস পাবে।

7 হাতিয়ার নতুন সর্বাধুনিক নতুন অস্ত্র প্রনালী বিমানগুলো তে যোগ হবে যেমন Astra mk 2, R 37 M, ASRAAM ,KH 59MK 2 ইত্যাদি।

এটা বোঝা কঠিন না বিপক্ষের থেকে কয়েক কদম এগিয়ে থাকার জন্য এই প্রজেক্ট কতটা প্রয়জনীয়।

Leave a Reply

Your email address will not be published.