মিশরের বিমানবাহিনীকে পৃথিবীর সবথেকে শৌখিন বিমানবাহিনী বলার পেছনে কি কারন রয়েছে?
নিউজ ডেস্কঃ মধ্য প্রাচ্যে এক দেশের সাথে অন্য দেশের যে বিরাট ঝামেলা তা আর নতুন করে কিছু বলার নেই। বিশেষ করে আরব, কাতার এবং মিশর। আর এই দেশ গুলি একে অপরের সাথে লড়ার জন্য একাধিক উন্নত মানের অস্ত্র ক্রয় করেই চলেছে।
মিশর। পৃথিবীর সবথেকে শৌখিন বায়ুসেনা বলা হয় এই মিশরের বায়ুসেনাকে। এবার তাদের বিমানবাহিনী আরও এক নতুন যুদ্ধবিমান পেতে চলেছে। ইতিমধ্যে তারা ফ্রান্সের সাথে ৪.৫ বিলিয়ন ডলারের বিনিময়ে আরও ৩০ টি রাফালে যুদ্ধবিমান ক্রয় করার চুক্তি সই করল। আগামী ১০ বছরের মধ্যে মিশর এই টাকা শোধ করবে কিস্তিতে। এই প্রথম নয় মিশর আগে থেকেই রাফালে যুদ্ধবিমান ব্যবহার করে, তাদের বিমান বহরে ২৪ টি রাফালে যুদ্ধবিমান রয়েছে। এবার আরও ৩০ টি রাফালে যুদ্ধবিমান নিয়ে মোট ৫৪ টি রাফালে হতে চলেছে মিশরের বিমানবাহিনীতে।