ভারতবর্ষের তৃতীয় প্রজন্মের নাগ মিসাইল ঘুম ওড়াতে সক্ষম পাকিস্তানের!
নিউজ ডেস্কঃ দীর্ঘ শেষ কয়েকমাস ধরে ভারতবর্ষের ডিফেন্স সেক্টরে যেভাবে অগ্রগতি হচ্ছে তা সত্যি প্রশংসনীয়। শত্রুপক্ষকে কোনোরকম ভাবে যে আরও ছেড়ে কথা বলবে না সেনা তা কার্যত বুঝিয়ে দিয়েছে সেনাবাহিনী।
নাগ অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন হওয়ার সাথে সাথে একটি ভারতীয় সেনাবাহিনীর অংশ হতে সম্পূর্ণ প্রস্তুত। ভারতীয় সেনাবাহিনী ৩০০ টি নাগ মিসাইল ও ২৫ টি ‘নাগ মিসাইল ক্যারিয়ার’ (NAMICA) অর্ডার করাছে। তৃতীয় প্রজন্মের এই নাগ মিসাইল NAMICA থেকে লঞ্চ হবার পর চার থেকে সাত কিলোমিটার রেঞ্জ এর মধ্যে শত্রুর যেকোন আর্মর ভেহিকেল কে ধংস করে দিতে সক্ষম।