রাশিয়া

স্যাটেলাইট ধ্বংস করতে আন্টি স্যাটেলাইট সিস্টেম একটিভ। জানুন বিস্তারিত

নিউজ ডেস্কঃ রাশিয়া তৈরি হওয়ার আগে অরতাহত সোভিয়েত ইউনিয়নের সময় যে বিরাট পরিমাণ উন্নয়ন হয়েছিল তাদের ডিফেন্সে তা বলাই বাহুল্য। তার প্রধান কারন হল আমেরিকার বিরুদ্ধে নিজেদেরকে প্রমান করার পাশাপাশি আমেরিকার চোখে চোখে রেখে কথা বলার জন্য।

Burevestnik আন্টি স্যাটেলাইট সিস্টেম।  অনেকেরই অজানা যে ৮০ এর দশকে সোভিয়েত রা আকাশ থেকে ক্ষেপন যোগ্য স্যাটেলাইট বিনষ্টকারী এক মিসাইল পরীক্ষা করেছিল।

১৯৮০ দশকের শেষের দিকে ও ১৯৯০ দশকের গোড়ায় সোভিয়েত অর্থাৎ বর্তমান রাশিয়া , একটি ASAT পরীক্ষা চালায়। একটি কাইনেটিক ভেহিকেল (Kontakt) ব্যাবহার করে এই পরীক্ষা টি চালানো হয়েছিল একটি মডিফাইড মিগ 31 ডি ফক্সহাউন্ড এর থেকে।

যদিও অর্থের অভাবে এই প্রজেক্ট বন্ধ হয়ে যায়। কিন্তু ২০১৮ সালে আবার ,একটি মডিফাইড মিগ 31 বি এম নিয়ে পরীক্ষা চালানো হয়েছিল। একটি বড় মিসাইল এর মত কিছু জিনিস পে লোড নিয়ে gromov ফ্লাইট রিসার্চ ইনস্টিটিউট এর জুকভস্কি এয়ার বেস দেখা যায় সেই মিগ ৩১ বি কে। মনে করা হয় এটি একটি কানিস্টার বহন করার পাশাপাশি ইন্টারসেপ্টর স্যাটেলাইট বহন করছিল অন্য স্যাটেলাইট কে অকেজো ও বিনাশ করতে।

মিগ 31 এর রোল এখানে ইম্পরট্যান্ট ছিল, কারণ সঠিক উচ্চতা এবং বেগ অর্জন করে এটি যে আন্টি স্যাটেলাইট মিসাইল ছাড়বে তা একটি ইন্টারসেপ্ট র স্যাটেলাইট বহন করে নিয়ে যাবে আর আর ক্লোজ প্রক্সিমিটি তে ওই কিলার স্যাটেলাইট কে ছেড়ে দেবে নিদৃষ্ট স্যাটেলাইট কে ধ্বংস করার জন্য। প্রোগ্রাম টির নাম burevestnik।

Burevestnik স্যাটেলাইট গুলো সোভিয়েত cosmos ইন্সপেক্টর স্যাটেলাইট গুলোর মত দেখতে। অনেক রাশিয়ান গবেষণাগার এবং ইনস্টিটিউট এই বিষয়ে কাজ করছে। আর তারা পেটেন্ট নেওয়ার জন্য তাড়াহুড়ো দেখে বোঝা যাচ্ছে ,তাদের এই প্রজেক্ট কে তারা কত গুরুত্ব দেওয়া হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published.