ভারত

বর্ষার সময় যে ধরনের এয়ারপোর্টে না যাওয়াই ভালো

নিউজ ডেস্কঃ কিছুমাস আগে কেরালা এয়ারপোর্টে বেশ কিছু মানুষ মারা গিয়েছিলেন। আসলে এই এয়ারপোর্ট গুলি যে বিপদজনক এয়ারপোর্ট তা সকলেরই কমবেশি জানা। পৃথিবীতে এমন বেশ কিছু এয়ারপোর্ট আছে। আর সেই কারনে দক্ষ পাইলটদের ব্যবহার করা হয়ে থাকে।

আসলে টেবিল-টপ এয়ার পোর্ট বলা হয়ে থাকে এই কেরালার মতো এয়ারপোর্টকে। অর্থাৎ এটিকে কোন একটি উচ্চভূমির ওপর তৈরী করা হয়েছে। পৃথিবীতে এমন প্রায় ১০০ টি টেবিল-টপ বিমান বন্দর রয়েছে। যেগুলো বিপদজনক এবং ভয়ংকর। এই ধরনের বিমান বন্দর গুলি বৃষ্টির সময় বা খারাপ আব‌ওয়ার সময় আরো ভয়াবহ হয়ে ওঠে। এই এয়ারপোর্ট থেকে টেকঅফ বা ল্যান্ডিং যুদ্ধজাহাজ গুলির কথা মনে করিয়ে দেয়। একবার রান‌ওয়ে থেকে পিছলে বাইরে গেলেই সর্বনাশ। ঠিক সেটাই হয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমানের সাথে।

‘এয়ারপোর্ট অথরিটি ইন্ডিয়া’ যদি এই টেবিল টপ বিমানবন্দরটির রান‌ওয়ের আশে পাশে যদি আধুনিক EMAS যুক্ত করত, সেক্ষেত্রে এতোটা বিপদজনক হয়ে উঠত না। এই অত্যাধুনিক প্রযুক্তি থাকলে রান‌ওয়ে থেকে ছিটকে গেলেও, বিমান খুব দ্রুত নিজের গতি হারিয়ে ফেলে দাড়িয়ে যাবে এবং ছিটকে নীচে পরবে না।

Leave a Reply

Your email address will not be published.