পাকিস্তানকে জবাব দিতে ভারতবর্ষের কাছে কোন ক্লাসের স্নাইপার আছে?
নিউজ ডেস্কঃ জম্মু কাশ্মীরকে নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে ঝামেলা আজকের নয়। দীর্ঘদিন ধরেই সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে পাকিস্তান। ভারতের তরফে শান্তিপূর্ণ বৈঠক থেকে শুরু করে কড়া জবাব দেওয়া পর্যন্ত সমস্ত চেষ্টা চললেও ফল মেলেনি কিছু। বিনা প্ররোচনায় বিভিন্ন সময় ভারতীয় সৈন্যের ওপর আক্রমন চালিয়েছে পাকিস্তান। নিহত হয়েছে জওয়ান সহ সাধারণ নাগরিক ও। তবে, শেষ পর্যন্ত ভারতের এয়ারস্ট্রাইকের পর বেশ কিছুটা আতঙ্ক দেখা দিয়েছে পাকিস্তানি সৈন্যদের মধ্যে। এমনকি সীমান্তে কড়া প্রহরা দেওয়ার ব্যবস্থাও করেছে পাক সেনা। তবে, ভারতীয় সৈন্যদের জন্য রয়েছে আরো সুখবর। টাল মেটাল এমন পরিস্থিতির মধ্যেই এমন পরিস্থিতির মধ্য়েই ভারতীয় সেনার হাতে এসে পৌঁছেছে নতুন অস্ত্র। জম্মু ডিভিশনের সেক্টরে ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া হয়েছে দুই অত্যাধুনিক স্নাইপার রাইফেল Lapua Magnum এবং Beretta। সূত্রের খবর ভারতীয় সেনার নতুন দুই অস্ত্র পাকিস্তানি সেনা কে ভীত সন্ত্রস্ত করে তুলতে সক্ষম হয়েছে। উচ্চপদস্থ সামরিক অফিসারদের মতে আর চুপ থাকবে না ভারত। এবার থেকে সেনা নতুন স্নাইপার ব্যবহার করেই উত্তর দেবে পাকিস্তানের অগ্রসনের।
এই Lapua Magnum ও Beretta রাইফেলের আবার রয়েছে নিজস্ব বেশ কিছু বিশেষত্ব। ফিনল্যান্ডে তৈরি Lapua Magnum স্নাইপার আমেরিকা আফগানিস্তান ও ইরাকে যুদ্ধে ব্যবহার করতো। প্রচন্ড শক্তিশালী এই অস্ত্র শত্রুদের জবাব দিতে যথেষ্ট বলেই জানা গেছে।
অপরদিকে Beretta নির্মাণ করে বিশ্ব বিখ্যাত ইতালিয়ান কোম্পানি। তাদের তৈরি সবচেয়ে বিখ্যাত সামরিক অস্ত্রের মধ্যে Beretta অন্যতম।এই কোম্পানি একাধিক রকমের ম্যাগাজ়িন তৈরি করে৷ সবচেয়ে বড় কথা গোটা বিশ্বেরই একাধিক দেশে ব্যাবহৃত হয় এই অস্ত্র।
এক্ষেত্রে বিশেষ উল্লেখ্য, এয়ারস্ট্রাইকের পর পাকিস্তানের মধ্যে ভীতি দেখা গেলেও সম্পূর্ন ভাবে বন্ধ হয় নি আক্রমণ। আরও বেশ কিছু বার সীজ়ফায়ারের উল্লঙ্ঘন করেছে পাকিস্তান। তবে, ভারতীয় বাহিনী প্রস্তুত থাকায় প্রত্যেক বার ই করা জবাব পাচ্ছে পাক সেনা।