তুরস্কের আগ্রাসনের কারনেও চাপে পৃথিবীর বহু দেশ
নিউজ ডেস্কঃ পাকিস্তানের বন্ধু চীন সেকথা সকলেরই জানা তবে অনেকেরই অজানা যে তুরস্ক বেশ কিছু বিষয়ে পাকিস্তানকে সাহায্য করে থাকে। কাশ্মীর ছাড়াও একাধিক বিষয়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। তবে এই তুরস্কের আগ্রাসন নীতি নিয়ে ক্ষিপ্ত পৃথিবীর বেশ কয়েকটি দেশ। সম্প্রতি তুরস্কের বিরুদ্ধে কথা বলতে দেখা গেল আরব আমিরশাহিকে।
ফ্রান্স,মিশরের পর সংযুক্ত আরব আমিরশাহী (UAE) তুরস্কের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে গ্রীসের পাশে দাড়ালো।
বেশ কিছুদিন আগে ফ্রান্স ও মিশর তাদের যুদ্ধজাহাজ ভূমধ্যসাগরে গ্রীসের সমর্থনে পাঠিয়েছে। ফ্রান্স তাদের তিনটি অত্যাধুনিক রাফালে জেট কিউপরাসে মোতায়েন করেছে। গ্রীসের বিরুদ্ধে তুরস্ক যেকোন কিছু করলে তা জবাব দেওয়ার জন্য পাশে রয়েছে ফ্রান্স।
এবার UAE সরাসরি সামরিক ভাবে তুরস্কের বিরুদ্ধে গ্রীসের পাশে দাড়ালো। UAE তাদের চারটি F-16 Block-60 যুদ্ধবিমান ইতিমধ্যে গ্রীসে পাঠিয়েছে। তুরস্ক আরেকটু বেশি বাড়াবাড়ি করলে,আর খলিফা গিরি করার চেষ্টা করলে,তাদের অবিস্থান বুঝিয়ে দেওয়া হবে।