পাকিস্তান

পাকিস্তানের জন্য কোন ক্লাসের ড্রোন তৈরি করছে তুরস্ক!

নিউজ ডেস্কঃ পাকিস্তানের সাথে তুরস্কের বন্ধুত্ত্বের ফলে আখেরে যে দুই দেশের লাভ হচ্ছে তা বলাই বাহুল্য। আর সেই কারনে কিছুটা হলেও ভারতবর্ষের মাথা ব্যাথার কারন হয়ে দাঁড়িয়েছে। কারন ইতিমধ্যে তুরস্ক পাকিস্তানকে এমন কিছু টেকনোলোজি দেওয়া শুরু করেছে যা সত্যি অত্যাধুনিক। আর সেই কারনে এখন পাকিস্তানের উপর কড়া নজর রাখা উচিৎ ভারতবর্ষের। বিশেষ করে এরিয়াল সাপোর্টের ক্ষেত্রে। কারন ড্রোন টেকনোলোজিতে তুরস্ক বেশ এগিয়ে। সারা পৃথিবীর প্রথম কিছু দেশের তালিকায় তুরস্কের নাম করাই যেতে পারে। আর সেই কারনেই হয়েছে ভারতবর্ষের মাথা ব্যাথার কারন। পাকিস্তানকে এবার তারা ড্রোন করা হতে চলেছে।

তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার মাধ্যমে পাকিস্তানে আনকা ড্রোন তৈরি করতে চলেছে তুরস্ক। সব ধরনের সেন্সর এবং পেলোড নেওয়ার পাশাপাশি ৩০,০০০ ফুট উচ্চতায় প্রায় ৩০ ঘণ্টা সার্ভিস দিতে পারে এই ড্রোন গুলি। 

পাকিস্তানের হাতে থাকা যুদ্ধবিমান বা ড্রোন নিয়ে এতদিন সেভাবে চিন্তা না থাকলেও তুরস্কের দেওয়া এই ড্রোন নিয়ে কিছুটা হলেও ভারতবর্ষের চিন্তা করা উচিৎ। নইলে বিরাট বিপদে পড়তে পারে। কারন সাধারন অবস্থাতেই এই ড্রোন গুলি দেশের অনেক উপর থেকেই নজরদারি চালাতে সক্ষম।ভারতবর্ষের প্রিডেটর ড্রোন ক্রয়ের চুক্তি ইতিমধ্যে সম্পন্ন করা উচিৎ। পাশাপাশি ডি আর ডি ও এর উচিৎ এবার বড় কোন পদক্ষেপ নেওয়া। ভারতবর্ষের প্রাইভেট সংস্থা গুলির কাছ থেকে বিশেষ কিছু ড্রোন ক্রয়ের চুক্তি স্বাক্ষর করা উচিৎ। অরহাত ডি আর ডি ও টেকনোলোজি দিয়ে সেই প্রাইভেট সেক্টর গুলিকে ড্রোন নির্মাণে অনুপ্রেরণা দেওয়া উচিৎ। এক্ষেত্রে Vem Technologies, L&T, TATA, Kalyani এর মত বিশেষ কিছু কোম্পানিরা এগিয়ে আসার পাশাপাশি এগিয়ে আসার পাশাপাশি ভালো টেকনোলোজির ড্রোন বাজারে নিয়ে আসতে পারবে।

Leave a Reply

Your email address will not be published.