চীনকে চাপে রাখতে আমেরিকা কোন গোত্রের যুদ্ধবিমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে? রইল ভিডিও
নিউজ ডেস্কঃ অ্যামেরিকার একাধিক যুদ্ধবিমান যে কতোটা ভয়ানক, তা একাধিকবার টের পেয়েছে গোটা বিশ্ব। তবে শুধু অ্যামেরিকার বিমান গুলিকে ভয়ানক এবং আক্রমণাত্মক বললে কম বলা হবে। এমনও কিছু বিমান আছে যা বেশ কিছু দেশের রাডার সিস্টেমে ধরাই পরবেনা। অর্থাৎ হামলা চালিয়ে এসে ফিরে আসবে অথচ সেই দেশ বুঝতেও পারবেনা। অ্যামেরিকার কাছ থেকে এই বিমান ক্রয় করার ব্যাপারে একাধিকবার কথা হয়েছে, তবে এখনও পর্যন্ত সেভাবে ফাইনাল কথাবার্তা হয়নি বলে মত একাধিক আন্তর্জাতিক মহলের। তবে এই বিমান যদি ভারতের বিমান বাহিনীতে যোগ হয়, সেক্ষেত্রে নিঃসন্দেহে ভারতের সেনাবাহিনী আরও বেশি শক্তিশালি হয়ে উঠবে।