ভারত

ফ্রান্সের প্রথম যুদ্ধবিমান ক্রেতা ভারতবর্ষ। জানুন বিস্তারিত

নিউজ ডেস্কঃ ইতিমধ্যেই ভারতের হাতে এসেছে রাফালে। আর রাফালে আসার ফলে ভারতের বায়ুসেনার ক্ষমতা একলাফে যে অনেকটাই বৃদ্ধি পেয়েছে তা বলাই বাহুল্য। তবে রাফালে নয় এর আগে মিরাজ ২০০০ র মতো যুদ্ধবিমান ও ক্রয় করেছে ভারত ফ্রান্সের দাসল্ট র কাছ থেকে।

জানলে অবেক হবেন যে ফ্রান্সের তৈরি প্রথম ফাইটার বোম্বার Dassault M.D.450 Ouragan ভারত ক্রয় করেছিল।

Dassault M.D.450 Ouragan ফ্রেঞ্চ ফাইটার বোম্বার। এটা ফ্রান্সের তৈরি প্রথম ফাইটার বোম্বার ১৯৫৩ সালে ভারত ফ্রান্স থেকে ক্রয় করেছিল। আর মজার বিষয় হল ভারত ছিল ফ্রান্সের দ্যসোর প্রথম বৈদেশিক ফাইটার যুদ্ধবিমানের ক্রেতা।

Leave a Reply

Your email address will not be published.