জাপানের বিমানবাহিনীতে বেশিরভাগ বিমানই আমেরিকার থেকে কপি করা!
নিউজ ডেস্কঃ জাপান। পৃথিবীর এগিয়ে থাকা দেশগুলির মধ্যে অন্যতম। তারা যেকোনো প্রতিকূলতার সাথে যে লড়তে পরে তা একাধিকবার প্রমান পেয়েছে সারা বিশ্ব। ডিফেন্সের ক্ষেত্রে তাদের উন্নতি বেশ প্রশংসনিয়। সেভাবে ডিফেন্স বাজেট না থাকলেও তারা একাধিক অত্যাধুনিক যুদ্ধাস্ত্র তৈরি করেছে।
বায়ুসেনার তাদের ব্যবহৃত বেশিরভাগটাই আমেরিকার থেকে অনুকরন করা। মিৎসুবিসি আর ফুজি এই দুই মিলে বানায় মিৎসুবিসি এফ ১ যুদ্ধবিমান। ১৯৭৫ সালে বানানো এই বিমান সেভাবে কার্যকারী অনা হওয়ায় তারা মিতসুবিসি ২ বানানোর প্রক্রিয়া শুরু করে।
এফ ২ দেখতে অনেকটা আমেরিকার এফ ১৬ র মতো। এই যুদ্ধবিমানটিতে বেশ কিছু মার্কিন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এটি ২১০০ কিমি প্রতিঘন্টার গতিবেগে উড্ডয়ন করতে পারে। এর দৈর্ঘ্য ৫০ ফুট। এটি প্রায় আট হাজার কেজি ওজন বহন করার পাশাপাশি ৪০০০ কিলোমিটার পর্যন্ত উড়তে পারে। শুধু তাই নিয় এটির রেঞ্জ ৮৩৩ কিলোমিটার এবং এটি আকাশ থেকে ভুমিতে আক্রমণ শানাতে বেশ পারদর্শী।
জাপানের আকাশসীমায় বেশ কয়েকবার রুশ বিমান প্রবেশ করায় মোকাবিলা করতে এই বিমান ব্যবহার করা হয়েছে। বর্তমানে ৯৮ টি এফ ২ জাপানের বিমানবাহিনীতে রয়েছে।