জাপানের দ্বীপকে নিজেদের বলে দাবী চীনের। কোন দ্বীপকে নিজেদের বলে দাবী করছে?
নিউজ ডেস্কঃ ভারতের সাথে লাদাখ নিয়ে একাধিক ঝামেলা চলছে। সীমান্তের এই উত্তেজনার ফলে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় সরকার। আর সেই কারনেই একাধিক চীনা অ্যাপ বয়কট করা হয়েছিল ভারতবর্ষের পক্ষ থেকে। শুধু ভারত নয় আন্তর্জাতিক জলের সীমানা নিয়ে আমেরিকা এবং অস্ট্রেলিয়ার সাথে ও তাদের ঝামেলা লেগেই আছে। কিছুদিন আগে জাপানের একটি দ্বীপকে নিজেদের বলে ঘোষণা করে চীন। এবার আরও একটি জাপানের দ্বীপকে নিজেদের বলে ঘোষণা করেছে চীন।
চীন জাপানের সেনকাকু দ্বীপকে নিজেদের বলে দাবি করেছে। শুধু তাই নয় ইতিমধ্যে সেখানে তারা ৬৭ টি পেট্রোল শিপ পাঠানোর কথাও ঘোষণা করেছে।