যুদ্ধবিমানের ডেলিভারি বৃদ্ধি করছে ভারতবর্ষ
নিউজ ডেস্কঃ ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজাসের প্রডাকশান বাড়ানো উচিৎ। ইতিমধ্যে এই নিয়ে একাধিক পদক্ষেপ গ্রহন করা হয়েছে। তবুও সেভাবে লাভ হয়নি প্রডাকশান রেট বাড়লেও তা নিয়ে বেশ কিছু সমস্যা রয়েছে। একবার ভেবে দেখুন যেখানে আমেরিকার মতো দেশ বছরে প্রায় ২০০ টি করে যুদ্ধবিমান তৈরি কথা ভাবছে সেখানে ভারতবর্ষ বছরে ২০ টি যুদ্ধবিমান তৈরি করতেও সক্ষম নয়। আর সেই কারনে একাধিক দিকে নজর দেওয়া উচিৎ। কারন দেশীয় প্রযুক্তির এই বিমান গুলি আসতে আসতে রপ্তানির করার কথা ভাবা হয়েছে, এবং বেশ কিছু দেশ এই যুদ্ধবিমান ক্রয় করতে আগ্রহী। তবে প্রডাকশান রেট এতো কম থাকলে বিদেশে সময় মতো কি করে এই যুদ্ধবিমান বিক্রি করবে? আর কি করেই বা সেনাবাহিনী নিজেদের বহর বৃদ্ধি করবে?
২০২৪-২৫ অর্থ বৎসর থেকে বছরে ১৬ টি করে তেজস এর ডেলিভারি করতে চলেছে হ্যাল। আর এখানেই পদক্ষেপ গ্রহন করা উচিৎ সরকারের। প্রোডাকশন লাইন বাড়ানো দরকার। মাত্র ১৬ টা করে প্রতি বছর এই যুদ্ধবিমান তৈরি হলে বিরাট সমস্যায় পরতে পারে বায়ুসেনা।