কতোটা ভয়ঙ্কর ভারতবর্ষের আই এন এস ভিক্রান্ত জানেন?
নিউজ ডেস্কঃ ইতিমধ্যেই সেনাবাহিনীর হাতে এসছে দেশীয় প্রযুক্তির যুদ্ধজাহাজ। এতদিন পর্যন্ত বিদেশ থেকে যুদ্ধজাহাজ ক্রয় করে ব্যবহার করেছে সেনাবাহিনী এবার নিজেদের তৈরি আনা রণতরী বা এয়ারক্র্যাফট ক্যারিয়ার যে অত্যাধুনিক তা অনেক আগেও প্রকাশ পেয়েছে। যুদ্ধজাহাজটির ওজন বাকি যুদ্ধজাহাজের তুলনায় কম হলেও ক্ষমতা অনেক বেশি এবং বেশি পরিমাণে যুদ্ধবিমান এবং হেলিকপ্টার বহন করতে সক্ষম।
আইএনএস ভিক্রান্ত ভারতীয় নৌবাহিনীর প্রথম এয়ারক্রাফট ক্যরিয়ার যা সেকেন্ডহ্যন্ড ক্যরিয়ার নয় একই সাথে প্রথম ক্যরিয়ার যাতে লং রেঞ্জ এয়ার ডিফেন্সের সাথে এসা রেডার এল্টা-২২৪৮ যুক্ত।
বর্তমানে সার্ভিসে থাকা ভিক্রমাদিত্যের তুলনায় প্রায় ৫০০০টন ওজন কম হলেও ভিক্রমাদিত্যের সমপরিমান এয়ারক্রাফট ও অধিক পরিমানে এয়ার ডিফেন্স বহন করতে সক্ষম।