চীন, পাকিস্তানের মতো দেশের উপর নজর রাখতে সক্ষম ভারতবর্ষের রবোটিক মাছ
নিউজ ডেস্কঃ ভারত মহাসাগরের পাশাপাশি বেশ কিছু মহাসাগরে রিসার্চ করার জন্য ইতিমধ্যে একাধিক পদক্ষেপ গ্রহন করা হয়েছে। আসলে এতদিন এই বিশেষ প্রোজেক্ট গুলি নিয়ে মাথা ব্যাথা না থাকলেও বর্তমানে এগুলিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। আর সেই কারনে বিভিন্ন ধরনের টেকনোলোজি নিয়ে আসা হচ্ছে এর উপর রিসার্চ করার জন্য। ক্যাপস্যুল ভেহিক্যালের পাশাপাশি সাবমেরিন ও ব্যবহার করা হতে চলেছে এই ধরনের প্রোজেক্টের জন্য। এবং আর কিছু টেকনোলোজি সামনে নিয়ে আসা হচ্ছে। এক বিশেষ ধরনের রবোটিক মাছ সামনে নিয়ে আসা হয়েছে যা বিশেষ কিছু অপারেশান করতে সক্ষম। আইআইটি ইনডোরের তৈরি এক রবোটিক মাছকে সমুদ্রের নীচে রিসার্চের কাজে ব্যবহার করা হতে চলেছে।
বিশেষ এই টেকনোলোজিকে বেশ কিছু কাজে ব্যবহার করা হবে
চীন, পাকিস্তানের মতো দেশ গুলির উপর নজর রাখার পাশাপাশি সমুদ্রে পর্যবেক্ষণ
সীবেড নেটওয়ার্ক ম্যাপিং
জলের তলার বায়োলজিকাল স্টাডি
জলের গভীরে কিছু অসুবিধা হলে তার পুনরুদ্ধারের জন্য নেভ্যাল স্ক্যানিং