বুলেটের ফায়ারিং রেঞ্জ বাড়ছে
নিউজ ডেস্কঃ ভারতীয় আর্মির কাছে যে একের পর এক অত্যাধুনিক মিসাইল রয়েছে। বি এস এফের কাছে রয়েছে বেশ কিছু রাইফেল। বিধ্বংসক” এ্যন্টিম্যটেরিয়াল রাইফেলের মতো অত্যাধুনিক রাইফেল রয়েছে বিএসএফের।
বিশেষজ্ঞদের মতে এটি Denel NTW-20 এর কপি। অর্ডিন্যন্স ফ্যক্টরি বোর্ডের তৈরি। ২৫কেজি ওজনের রাইফেলটা ১.৭মি লম্বা। মূলত তিন ধরনের ক্যলিবার ব্যবহার করা হয় এই রাইফেলে।
১৪.৫×১১৪এমএম
১২.৭×১০৮এমএম
২০×৮২এমএম
১০৮০মি/সেকেন্ডের গতীতে একটি বুলেট ফায়ার করতে পারে এই বিশেষ রাইফেলটি। সর্বোচ্চ রেঞ্জ ২,৩০০মিটার। প্রতি ম্যগাজিনে ৩টি বুলেট থাকে। তবে এখন নতুন ম্যগাজিন ব্যবহার করা হয় আরও বেশি বুলেটের সাথে। এতে ১২× জুমিং এর টেলিস্কোপ ব্যবহার করা যায়।