ভারত

৪০০ টি হেলিকপ্টার কোন দেশের থেকে ক্রয় করা হতে পারে?

নিউজ ডেস্কঃ ভারতবর্ষের সেনাবাহিনীর বেশ কিছু চুক্তি এখনও ঝুলে আছে। আর সেই কারনে ক্ষতিগ্রস্ত হতে পারে সেনাবাহিনী। যেমন ভারতের হাতে থাকা মিগ ২১ বিমান গুলির কারনে প্রান হারিয়েছে ভারতের অনেক বিমানচালক। আর সেই কারনে মিগ ২১ কে ফ্লাইং কফিন বলেও ডাকা হয়ে থাকে। তবে শুধু যুদ্ধবিমান নয় পাশাপাশি সেনাবাহিনীর হাতে থাকা হেলিকপ্টার গুলিরও বয়েস হয়েছে। গাফিলতির কারনে নতুন হেলিকপ্টার সার্ভিসে আসছে না আর সেই কারনে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেনাবাহিনী। পাশাপাশি পাইলটদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।

ভারতের সেনাবাহিনী হাই অলটিটিউডে লজিস্টিক সাপোর্ট এখনও ব্যপক ভাবে চীতক ও চিতার মত হেলিকপটারের ওপর নির্ভরশীল। ভারতের চিতা ও চেতকের হেলি ফ্লিটের ৭৫শতাংশের সার্ভিস লাইফ ৩০ বছরের বেশি হয়েগেছে। কিছু কিছুর বয়স তো ৫০ বছরেরও অধিক।

ভারতের সেনা ও নৌবাহিনীতে এদের বিকল্প ছাড়াও অতিরিক্ত সংযোজন মিলিয়ে প্রায় ৪০০ লাইট ইউটিলিটি হেলি ক্রয় করেছে। এর মধ্যে ২০০টি হ্যলের লাইট ইউটিলিটি হেলি বা LUH চুক্তি সম্পন্ন হয়েছে বেশ কিছু দিন আগে। আর ২০০টি হবে রাশিয়ান কামভ Ka-226T হেলি কোয়াক্সাইল রোটর কনফিগারেশানের।

ভারতের সাথে রাশিয়ার এই চুক্তিটি ঝুলে আছে বহুদিন ধরে। সেনাবাহিনী চায় এই হেলিতে বেশি সংখ্যায় দেশীয় কম্পোনেন্ট ব্যবহার করা হোক। কিন্তু চিতা ও চেতক ফ্লিটের অবস্থা দেখে ভারতীয় সেনাবাহিনী ভারত সরকারের কাছে Waiver চেয়েছে যাতে চুক্তিটি তাড়াতাড়ি করা যায়।

Leave a Reply

Your email address will not be published.