পাকিস্তানকে হেলিকপ্টারের পার্টস দেবেনা আমেরিকা!
নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক আঙিনায় পাকিস্তানের শত্রু যে বাড়ছে তা বলাই বাহুল্য। আর সেই কারনে একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। বিশেষ করে সামরিক ক্ষেত্রে বিরাট সম্মুখীন হতে হচ্ছে তাদের। কারন তাদের প্রচুর অস্ত্র আমেরিকার থেকে ক্রয় করা আর আমেরিকা তাদেরকে টেকনোলোজি দেওয়া বন্ধ করে দেওয়াতে বিশেষ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। একাধিক যুদ্ধবিমান থেকে শুরু করে হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হচ্ছে।
“আফগানিস্তানের যুদ্ধের পর থেকে আমেরিকার দেওয়া কোবরা হেলিকপটার গুলির স্পেয়ার পার্টস সাপ্লাই বন্ধ হয়ে গেছে। ফলে পাকিস্তানী বিমানবাহিনীর কোবরা হেলি ফ্লিট প্রায় অকেজ হয়ে পরেছে”- এমটাই খবর পাক সংবাদ মাধ্যমের।
উল্লেখ্য আমেরিকা থেকে পাকিস্তান ২০টি কোবরা এ্যটাক হেলিকপটার ক্রয় করেছিল যেগুলি এখন অকেজো হয়ে পরে আছে। সেই কারনে পাকিস্তান চেয়েছিল ৩০টি টি-১২৯ এ্যটাক ক্রয় করতে। কিন্তু এই হেলির ইঞ্জিন আমেরিকান হওয়ায় আমেরিকা এই সেল ব্লক করে দিয়েছে। শেষ পর্যন্ত সেই চীনের জেড-১০ ক্রয় করবে পাকিস্তান এমনটাই মত সামরিক বিশেষজ্ঞদের একাংশের!