আকাশ পথে জ্বালানি ভরতে বিমান লিজ নেওয়া হচ্ছে
নিউজ ডেস্কঃ ফ্রান্সের সাথে ভারতবর্ষের সম্পর্ক যে ভীষণ বন্ধুত্বপূর্ণ তা হয়ত আর বলার অপেক্ষা রাখেনা। রাফালে ক্রয় করার আগে থেকেই ফ্রান্সের সাথে যথেষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারতে।র ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকেই ফ্রান্সের থেকে প্রচুর যুদ্ধবিমান ক্রয় করেছে যদিও।
ফ্রান্স ভারতীয় বায়ুসেনার জন্য ৬ টি এয়ারবাস ৩৩০ মাল্টিরোল ট্রান্সপোর্ট এয়ারক্রাফট গভমেন্ট টু গভমেন্ট চুক্তির মাধ্যমে ক্রয় করার অফার দিয়েছে। বর্তমানে বায়ুসেনা ৭ টি রাশিয়ানI L-76M এয়ারক্রাফট রিফিউলার হিসাবে ব্যবহার করে। এই একই বিমান পাকিস্তানও ৪ টে ব্যবহার করে যেগুলো তারা ইউক্রেনের থেকে ক্রয় করেছে। শুধু পাকিস্তান নয় পাশাপাশি চীন ও ব্যবহার করে থাকে।
এই চুক্তির আগে ভারতের বায়ুসেনা জরুরি ভিত্তিতে একটি ব্রিটিশ কোম্পানি থেকে ১ টি A-330 বিমান লিজ নিতে চাইছে। তবে ফ্রান্স যে বিমান গুলি ভারতকে দিতে চাইছে সে গুলি ৫-৭ বছরের পুরোনো। এই বিমান গুলিকে যদিও আরও ৩০ বছর সার্ভিস রাখা যাবে। এয়ারবাসের এই বিমান গুলি ২৬০ জন যাত্রী সহ অ্যাম্বুলেন্স, ট্যাংকার ও ট্রান্সপোর্ট এয়ারক্রাফট হিসাবেও কাজ করার ক্ষমতা রয়েছে।