তেজাস নিয়ে কেন চিন্তা বৃদ্ধি চীন, পাকিস্তানের?
নিউজ ডেস্কঃ আগামি ৫ বছরের মধ্যে যে ভারতের হাতে বিধ্বংসী মিসাইল আসতে চলেছে তা আর নতুন করে কিছু বলার নেই। কারন দেশীয় প্রযুক্তির উপর ভর করে একের পর এক মিসাইল পরীক্ষা করা হচ্ছে। আর সেই কারনে ভারতের হাতে বেশ কিছু মিসাইল সিস্টেম আসতে চলেছে।
সূত্রের খবর অনুযায়ী ১৬০কিমি রেঞ্জের অস্ত্র মার্ক ২ বিভিআর মিসাইলের পরীক্ষা ২০২২সালের মে মাসে হবে। যদিও অন্য আরেক আন্তর্জাতিক সূত্রের মতে এই পরীক্ষা ২০২১সালের মাঝামাঝি সময়ে হওয়ার কথা জানানো হয়েছিল।
তবে সম্প্রতি এটা নিশ্চিত করা হয়েছে যে অস্ত্র মার্ক-২ তে এবার সিঙ্গিল রকেট মটরের জায়গায় ডুয়েল পাল্স মটর থাকবে। যা অনেক আগে থেকেই বেশ কিছু সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন। কিন্তু অনেকেই SFDR এর সাথে মার্ক-২ কে গুলিয়ে ফেলছিলেন। SFDR চালিত অস্ত্র মার্ক ৩ হিসাবে সামনে আসতে পারে। যার রেঞ্জ ৩৫০+কিমি।
তবে মার্ক-২ রেডিও ফ্রিকুয়েন্সি সিকারই বহন করবে। রেডিও ফ্রিকুয়েন্সি সিকার এসা রেডার সিকার কিনা তা জানা যায় নি।