আমেরিকা, রাশিয়া ছাড়া আর কোন কোন দেশের কাছে পরমানু সাবমেরিন আছে?
নিউজ ডেস্কঃ ভারতবর্ষের হাতে প্রচুর পরিমান সাবমেরিন আসতে চলেছে কিছু বছরের মধ্যে। আসলে নৌসেনাকে বিরাট প্রাধান্য দেওয়া হয়েছে। কারন চীনের বিরুদ্ধে লড়তে যে নৌবাহিনী কি ফ্যাক্টর হতে চলেছে তা এখন বেশ ভালোভাবেই বুঝতে পারা যাচ্ছে। আর সেই কারনে বিরাট পরিমানে ধ্বংসাত্মক সাবমেরিন ক্রয় করতে চাইছে ভারতের নৌবাহিনী। বিশেষ করে পরিমানু সাবমেরিনের উপর বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে। আর সেই কারনে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স এবং ইংল্যান্ডের সাথে এই ব্যাপারে কথা হচ্ছে।
আসতে চলা SSN প্রজেক্টের জন্য আমেরিকা, রাশিয়া, ইউকে ও ফ্রান্সের সাথে আলোচনা চালাচ্ছে ভারত। এরমধ্যে যে কোন একটি দেশকে বাছা হবে। যৌথভাবে ভারতে SSN তৈরির জন্য এই প্রোজেক্ট। সামরিক বিশেষজ্ঞদের একাংশ ফ্রান্সকে পছন্দ করছে, তবে রাশিয়া এই ফিল্ডে বিরাটভাবে এগিয়ে রয়েছে।