চীনের কারনেই অত্যাধুনিক টেকনোলোজি ভারতবর্ষকে দেবেনা রাশিয়া!
নিউজ ডেস্কঃ রাশিয়া থেকে বেশ কিছু যুদ্ধবিমান হাতে পেতে চলেছে সেনাবাহিনী। কিছু পুরনো যুদ্ধবিমানকে আপগ্রেড করার পাশাপাশি নতুন বেশ কিছু চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমানে থাকবে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের টেকনোলোজি।
রাশিয়ার থেকে ২১ টি মিগ ২৯ বিমান ক্রয় করতে চলেছে তা ইতিমধ্যেই জানানো হয়েছে। তবে এরই মধ্যে রাশিয়ার পঞ্চম প্রজন্মের বিমান শুখোই সু ৫৭ ভারতকে অফার করা হয়েছিল। আর সেই বিষয়ই এখন চীনের মাথা ব্যাথার কারন হয়ে দাঁড়িয়েছে। আর সেই কারনে রাশিয়াকে বাঁধা দেওয়ার চেষ্টা করছে তারা। চীনের দাবি রাশিয়া এখন ভারতকে যেন কোনওরকম যুদ্ধবিমান না দেয়।
রাশিয়ার অর্থনীতির অন্যতম বড় ভরসা হল চীন। কারন চীনের ৫০ শতাংশ অর্থনীতি জুড়ে আছে চীন। আর সেই ভয় দেখাচ্ছে তারা। তবে আন্তর্জাতিক মার্কেটে রাশিয়ার সবথেকে বড় ডিফেন্সিভ ইক্যুইপমেন্ট ক্রেতা হল ভারত, অপরদিকে চীন রাশিয়ার থেকে কোনোরকমের এই ধরনের জিনিস ক্রয় করবেনা। আর রাশিয়া ভারতের মার্কেট হাতছাড়া করবেনা বলে মত একাধিক বিশেষজ্ঞের। তবে রাশিয়া থেকে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ক্রয় করবে না ভারতবর্ষ, এমনটাই মত সামরিক বিশেষজ্ঞদের একাংশের। কারন ভারতের হাতে আসতে চলা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান আসলে অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান, সেই কারনে রাশিয়া থেকে তাদের সুখউ সু ৫৭কে ক্রয় করবেনা বলে মত একাধিক সামরিক বিশেষজ্ঞদের।