ভারতবর্ষের কোন যুদ্ধবিমান পাকিস্তানের আকাশে দাদাগিরি করার ক্ষমতা ছিল?
নিউজ ডেস্কঃ একটা সময় ছিল যখন ভারতবর্ষ পাকিস্তানের আকাশে রীতিমতো দাদাগিরি করত অর্থাৎ তাদের আকাশে প্রবেশ করার জন্য তাদের অনুমোদন নেওয়া তো দূরের কথা তাদের জানানো পর্যন্ত হতনা, ভারতবর্ষের যুদ্ধবিমান গুলি পাকিস্তানের আকাশ ছেড়ে দেওয়ার পর তারা অবগত হত।
ভারতবর্ষের হাতে থাকা রাশিয়ার এমনই এক যুদ্ধবিমান ছিল। মিগ ২৫ ফক্সব্যাট। পাকিস্তানের কাছে রীতিমত ভয়ের কারন ছিল এই যুদ্ধবিমান। আসলে এই যুদ্ধবিমান যে ভারতবর্ষের সার্ভিসে তা ও মানুষদের জানতে দেওয়া হত না। আসলে এই যুদ্ধবিমান ভারতবর্ষ ব্যবহার করত পাকিস্তানের পরমাণু এবং মিলিটারি অ্যাক্টিভিটির ব্যাপারে নজরদারি রাখতে।
আসলে এই যুদ্ধবিমান ভারতবর্ষের কাছে যখন সার্ভিসে ছিল তখন এই যুদ্ধবিমানকে মোকাবেলা করার মতো কোন যুদ্ধবিমান পাকিস্তানের বিমানবাহিনীর হাতে ছিলনা। পাকিস্তান ব্যাপারটি জানা সত্ত্বেও ভারতবর্ষকে কিছু বলত না আসলে এই যুদ্ধবিমানকে কাউন্টার করার মতো ক্ষমতা ছিলনা বলে।
অফিশিয়ালি মিগ ২৫ ম্যাক ২.৮৩ গতি তুলতে সক্ষম ছিল। ৮৯০০০ ফুট উচ্চতা থেকে এটি উড়তে সক্ষম ছিল, এবং এটি পাকিস্তানে প্রবেশ করলে পাকিস্তানের বায়ুসেনা রীতিমতো অসহায় বোধ করত, কারন তাদের হাতে থাকা এফ ১৬ এর গতি ছিল ১.৯ ম্যাক এবং এটা ৪৫০০০-৫০০০০ ফুট উচ্চতায় উঠতে পারত।
পাকিস্তানকে একবার উচিৎ শিক্ষা দিতে ১৯৯৭ সালের মে মাসে এক ভারতীয় পাইলট ইচ্ছা করে এই বিমান কম উচ্চতা থেকে ইসলামাবাদের আকাশে ওড়ায়, যাতে সনিক বুমের সৃষ্টি হয়। এরপর এর বিরুদ্ধে পাকিস্তান এফ ১৬ পাঠায় তবে ততক্ষণে মিগ ২৫ ভারতের আকাশে চলে আসে। ভারতবর্ষের বিমানবাহিনীর হাতে মোট ৮ টি মিগ ২৫ ছিল যা ২০০৬ সালে অবসর করে।