অ্যান্টি ড্রোন টেকনোলোজি কতোটা বিধ্বংসী? দেখুন ভিডিও
নিউজ ডেস্কঃ ভবিষ্যতের যুদ্ধ মানুষ কম টেকনোলোজি বেশি ব্যবহার হতে চলেছে। বিশেষ করে ড্রোন, অর্থাৎ এরিয়াল আট্যাকের কথা চিন্তা করেই একাধিক নতুন টেকনোলোজি সার্ভিসে আসতে চলেছে। কারন ড্রোন আট্যাকের কথা মাথায় রেখে ইতিমধ্যে অ্যান্টি ড্রোন সিস্টেম তৈরি করছে পৃথিবীর বহু দেশ। কারন এই ছোট জিনিসটির বিরুদ্ধে আক্রমণ করতে একাধিক সময় অপ্রস্তুত হতে হচ্ছে পৃথিবীর বহু দেশকে।
তবে এমন টেকনোলোজির কথা মাথায় রেখে এক অত্যাধুনিক টেকনোলোজি সামনে নিয়ে আসতে চলেছে ইউরোপের একাধিক দেশ। জার্মানি, সুইটজারল্যান্ডের মতো দেশ এমন এক অস্ত্র সামনে নিয়ে আসছে যা ছোট থেকে ছোট যেকোনো এরিয়াল আট্যাককে ধ্বংস করে দিতে সক্ষম হবে। মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে যেকোনো ছোট হুমকিও।