ইরাকের হাতে থাকা যুদ্ধবিমান গুলি যেকোনো মুহূর্তে শত্রুদেশের ঘুম কাড়তে সক্ষম। রইল ভিডিও
নিউজ ডেস্কঃ মধ্য প্রাচ্যের ঝামেলা নতুন নয়। বহু বছর ধরেই ইসলামিক দেশ গুলির মধ্যে দ্বন্দ্ব রয়েছে। ইরাকের সাথে ঝামেলা রয়েছে বহু দেশেরই। অন্যদিকে কুয়েতের সাথে আমেরিকা বা ইউরোপের দেশ গুলির যোগাযোগ ভালো থাকার কারনে তারা বিশেষ সুযোগ সুবিধা প্রায় পেয়ে থাকে।
গালফ ওয়ারের মতো যুদ্ধ হয়েছে একটা সময় এই দুই দেশের মধ্যে। এক দিকে কুয়েতের দিকে ছিল আমেরিকা, ব্রিটেনের পাশাপাশি ফ্রান্স, ইজিপ্ট এবং সৌদি আরব। অপরদিকে ইরাক একাই এই যুদ্ধ লড়েছিল। গালফ ওয়ারে দুই দেশেরই বিরাট ক্ষতি হয়েছিল। ১৯৯১ সালের যুদ্ধে ইরাক মিগ ২৯ এর মতো যুদ্ধবিমান ব্যবহার করেছিল। অর্থাৎ বুঝতেই পারছেন যে কতোটা শক্তিশালী তারা সেইসময় ছিল বা কতোটা বিধ্বংসী যুদ্ধ হয়ছিল এই দুই পক্ষের মধ্যে। তবে অপরদিকে আমেরিকা থাকার কারনে কুয়েত আমেরিকার F 15 এবং F 16 এর মতো যুদ্ধবিমানের সাপোর্ট পেয়েছিল। আর সেই কারনে তারা বেশ এগিয়েছিল। তবে মাঝ আকাশে আসলে যুদ্ধ হয়েছিল আমেরিকা বনাম রাশিয়া। কারন রাশিয়ার মিগ ২৯ বনাম আমেরিকার এফ ১৬। সেই যুদ্ধ কতোটা ভয়ঙ্কর ছিল।