৭ বছরের অশান্তি মাত্র ৪০ মিনিটে শান্ত করে দিয়েছিলেন অজিত ডোভাল!
নিউজ ডেস্কঃ আজিত ডোভাল। নামটা শুনলেই সবার আগে মাথায় আসে দেশের নিরাপত্তা। দেশের স্বার্থে মানুষটার বলিদান অনস্বীকার্য। বর্তমানে জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান। তবে দেশের হয়ে বিদেশে প্রচুর সময় কাটিয়েছেন।
মিশন মায়ানমার (২০১৫)
নাগাল্যান্ডের এনএসসিএন খাপলাং মনিপুরের কেওয়াইকেএল জঙ্গি গোষ্ঠীদুটি একসাথে মায়ানমারের পার্বত্য অঞ্চল থেকে এসে চোরাগোপ্তা হামলা চালাচ্ছিল ভারতীয় সেনার ওপর। ২০১৫ সালের ৪ জুন, মনিপুরের চান্দেল জেলায় ভারতীয় সেনার কনভয়ে আক্রমণ চালিয়ে জঙ্গিরা হত্যা করেছিল ১৮ জন ভারতীয় সেনাজওয়ানকে। তৎকালীন আর্মি চিফ দলবীর সিং সুহাগের সঙ্গে বৈঠক করেছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
নরেন্দ্র মোদী ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে যোগ দিয়েছিলেন ডোভাল। ভারতের নিরাপত্তা সংক্রান্ত নীতিতে আমদানী করেছিলেন নতুন এক রণনীতি। যার নাম ‘অফেন্সিভ ডিফেন্স’। আগের মতো আর শত্রুর আক্রমণ প্রতিরোধ করা নয়। শত্রু আক্রমণ করার আগেই শত্রুকে আক্রমণ করে গুঁড়িয়ে দিতে হবে।
২০১৫ সালের ৯ জুন, ভারতীয় সেনার কম্যান্ডোরা মায়ানমার সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছিল মায়ানমারের সীমানায়। মাত্র চল্লিশ মিনিটের অপারেশনে প্রাণ হারিয়েছিল পঞ্চাশ জনেরও বেশি জঙ্গি। মায়ানমার সরকার ও সে দেশের মিলিটারির সাথে যোগাযোগ রেখে অপারেশনটি সফল করেছিলেন অজিত ডোভাল।