বন্দুকের গুলি আটকাতে দেশেই তৈরি হতে চলেছে বুলেটপ্রুফ জ্যাকেট
নিজস্ব সংবাদাতা:আমেরিকার আফগানিস্তান থেকে সৈন্য সরিয়ে নেওয়ার ঘটনা বিপাকে ফেলেছে ভারতকে। ভবিষ্যতে যে কোনো কঠিন অবস্থার সম্মুখীন হওয়ার জন্য ভারত নিজেকে যথা সম্ভব প্রস্তুত রাখার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে ভারতীয় সৈন্যরা খুব শীঘ্রই হাতে পেতে চলেছে BARC এর তৈরি অভিনব এক বুলেটপ্রুফ জ্যাকেট। AK-47 বুলেটকে আটকাতে এবার হালকা ওজনের বুলেটপ্রুফ জ্যাকেট তৈরি করল Bhabha Atomic Research Centre।
BARC এর গবেষকদের তৈরি মতে AK-47 এর বুলেট আটকাতে সক্ষম এই জ্যাকেট অন্যান্য বুলেট প্রুফ জ্যাকেটের তুলনায় ওজনে যেমন হালকা তেমনই আরামদায়ক ও বটে। BARC নতুন এই জ্যাকেটের আর্মার প্যানেল তৈরিতে ব্যবহার করেছে সেরামিক এবং পলিমার , যা AK-47এর বুলেটকে আটকাতে সক্ষম৷
সংস্থার দাবি, পাঁচ গবেষক নিয়ে তৈরি বিশেষ গ্রুপের অক্লান্ত পরিশ্রমের দ্বারা দ্বারা তৈরি জ্যাকেটটিকে অন্যান্য বুলেট প্রুফ জ্যাকেটের তুলনায় হালকা ও কার্যকরী করে তুলতে ব্যবহার করা হয়েছে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের ব্যবহৃত সেরামিক বোরোন কার্বাইড এবং বিশেষ কার্বন ন্যানো টিউব পলিমার ৷ গ্রুপ লিডার কিংশুক দাশগুপ্ত জানিয়েছেন, বর্তমানে যে বুলেটপ্রুফ জ্যাকেটগুলি বহুল ভাবে ব্যবহৃত হয়, তাতে গার্ড হিসেবে সেরামিকের ব্যবহার করা হলেও সেটি তেমন কার্যকরী নয়। তবে, নতুন এই জ্যাকেটটি আনবে পরিবর্তন। AK-47 থেকে শুরু করে যেকোনো বন্দুকের বুলেটকে প্রতিহত করতে পারবে নতুন জ্যাকেটটি।
এক্ষেত্রে উল্লেখ্য,বর্তমানে ব্যবহৃত বুলেটপ্রুফ জ্যাকেটের ওজন নেহাত কম নয়। প্যানেলে স্টিল ব্যবহৃত হওয়ায় নয় নয় করেও ১০ কেজি ওজন পুরনো এক একটি জ্যাকেটের। Barc এর দাবি, স্টিলের বুলেট থেকে জওয়ানদের সম্পূর্ণ সুরক্ষা দিতেও যেখানে ব্যার্থ এই পুরনো জ্যাকেট সেখানে নতুন এই জ্যাকেটের ওজন ও ৬.৬ কিলো, তার ওপর অনায়াসেই ak-৪৭ এর বুলেট ও আটকাতে পারে এটি। BARC এর আধিকারিকের মতে, সাফল্যের পথ সোজা ছিল না ঠিক অতোটাও। প্রথম বারের প্রচেষ্টায় পর পর পাঁচটি জ্যাকেট তৈরি অসফল হয়েছিলো। শেষে হার না মেনে অক্লান্ত পরিশ্রমে মেলে সাফল্য। সেনার নিরাপত্তা সুরক্ষিত করার জন্য মোট ৩০ রকম পরীক্ষা চালানো হয়েছে এই জ্যাকেটের ওপর। জানা যাচ্ছে ৬.৬, ৪ এবং ৩.১ কিলো ওজনের তিন আলাদা আলাদা জ্যাকেট তৈরি করা হয়েছে এখনও অব্দি৷
সংস্থার দাবি যুদ্ধক্ষেত্রে সৈন্যদের নিরাপত্তা সুনিশ্চিত করতে স্বয়ং Central Armed Police Forces (CAPF)-এর উচ্চপদস্থ সেনা আধিকারিককে দিয়ে পরীক্ষা করানো হয়েছে জাকেটিগুলির।CAPF -এর অনুমতি পেলেই জ্যাকেটগুলির ব্যবহার শুরু হয়ে যাবে বলেই জানা যায় কিংশুকের কাছে৷ প্রাথমিকভাবে এখনও অব্দি এক একটি জ্যাকেটের দাম ঠিক করা হয়েছে ৬০,০০০ এবং ৭০,০০০ টাকা৷ তবে,শোনা যাচ্ছে পরে চাহিদা ও বিক্রি বাড়লে BARC জ্যাকেটের দাম কমিয়ে যথাক্রমে ৩৫,০০০ এবং ৪০,০০০ টাকা করতে পারে।