জার্মানিকে উচিৎ শিক্ষা দিতে ভারত সরকার কি করেছিল জানেন?
নিউজ ডেস্কঃ টেকনোলজির দিক থেকে ভারতবর্ষ যে আর পিছিয়ে থাকবে না তা হয়ত ইতিমধ্যে প্রমান পেয়েগেছে সারা পৃথিবী। আর সেই কারনে একাধিক দেশ ভারতবর্ষের সাথে চুক্তি করতে চাইছে। বিশেষ করে সামরিক দিক থেকে শুরু করে মহাকাশ গবেষণার ক্ষেত্রে।
কিছুমাস আগে ভারত নিজের ডিফেন্স এ্যপ্লিকেশান নির্মানের জন্য জার্মানির থেকে ম্যগ্নেশিয়াম এ্যলয় চেয়েছিল। সেইসময় জার্মানি ভারতকে তা দিতে অস্বিকার করে। এরপর ডিআরডিও আর কিছুই বলেনি জার্মানিকে। নিজেরাই এই জিনিস তৈরি করার কাজ শুরু করে দেয়।
মাত্র কয়েক মাসের মধ্যে ডিআরডিও এর নেতৃত্বে ভারত ম্যগ্নেশিয়াম এ্যলয় প্রস্তুত করে ফেলেছে ইতিমধ্যে। কিন্তু তারপর জার্মানি ভারতের উন্নতি দেখে ভারতকে আগে ভাগে ভারতের চাহিদা অনুযায়ী যেকোনো পরিমানের ম্যগ্নেশিয়াম এ্যলয় রপ্তানি করতে চায় । ডিআরডিও একটি চিঠির মাধ্যমে খুব সুন্দরভাবে উত্তর দিয়েছিল। দুই লাইনের চিঠি তে লেখা ছিল “জার্মানির দরকার হলে ভারত জার্মানিকে ম্যগ্নেশিয়াম এ্যলয় এক্সপোর্ট করতে প্রস্তুত”।