ভারত

একসাথে ৬৪ টি টার্গেটকে ট্র্যাক করবে ইসরায়েলের টেকনোলোজি। একটিভ তেজাসে

নিউজ ডেস্কঃ ভারতীয় যুদ্ধবিমান গুলিতে প্রথম থেকেই ইসরায়েলের রেডার ব্যবস্থা ব্যবহার করা হয়ে থাকে। আর সেই কারনে রাশিয়ার থেকে যুদ্ধবিমান ক্রয় করার পর ইসরায়েলের রেডার ব্যবস্থা যুক্ত হওয়ার পর তা হয়ে ওঠে অত্যাধুনিক এবং ভয়ংকর। শুধুতাই নয় কিছু ক্ষেত্রে এমনও হয়েছে যে রাশিয়ার থেকে যুদ্ধবিমান ক্রয় করার রাশিয়ার সেই বিমানটি রাশিয়ার নিজের ভার্সানের থেকেও অনেক ক্ষেত্রে তা বেশি আধুনিক কার্যক্ষমতা বেড়ে গেছে।

তেজস মার্ক-১ ভার্সানের কোনো একটি মডেলে ইসরায়েলের EL/M-2052 এসা রেডার ডেপ্লয় করা হবে। সেক্ষেত্রে সেই বিমানে ম্যকানিকালি স্ক্যনিং রেডার EL/M-2032 থাকবে। যেমনটা বাকি তেজস মার্ক-১ বহন করছে। তবে সময় থাকতে প্রাথমিক কাজ গুলো সেরে রাখতে চাইছে যাতে মার্ক-১এ উন্নয়নের কাজ দ্রুত সম্পন্ন হয়।

EL/M-2052 এসার রেডার ইসরায়েলের IAI এর তৈরি। এক্স ব্যন্ড এসা রেডারটির রেঞ্জ হবে ২০০কিমি যুদ্ধবিমানের বিরুদ্ধে। আর ৩০০+কিমি ওয়ারশিপের বিরুদ্ধে। সর্বোচ্চ ৬৪টি টার্গেট ট্র্যক ও ৪টি সবচেয়ে বিপদজনক টার্গেটের বিরুদ্ধে রেডার গাইডেড মিসাইলকে গাইড করতে পারে। আর সার্ভেইল্যন্সের জন্য অসাধারণ সিন্থেটিক এ্যপার্চার রেডার ইমেজ তৈরি করতে সক্ষম। হ্যাল এই রেডারের TR-Module এর প্রযুক্তি ইসরায়েল থেকে সংগ্রহ করেছে।

Leave a Reply

Your email address will not be published.