পৃথিবীর একাধিক দেশের হাতে ইউরোপের কোন গোত্রের ভয়ঙ্কর যুদ্ধবিমান রয়েছে? দেখুন ভিডিও
নিউজ ডেস্কঃ বর্তমান ভারতের বায়ুসেনার হাতে রাফালে আসার পর যে ভারতের ক্ষমতা বেড়েছে তা বলাই বাহুল্য। বিশেষ করে রাফালের একাধিক যুদ্ধাস্ত্র যে চীন এবং পাকিস্তানকে যেকোনো সময় কাঁত করতে পারে তা সকলেরই জানা। তবে এই রাফালে তৈরি পেছনে রয়েছে আরেক যুদ্ধবিমান। ইউরফাইটার টাইফুন। ইউরোপের দেশ গুলি মিলে এক নতুন যুদ্ধবিমান তৈরি করার প্ল্যান করে। এবং তারা একটি নতুন যুদ্ধবিমান সামনে নিয়ে আসে। ফ্রান্সের এই যুদ্ধবিমান পছন্দ না হওয়ার তারা রাফালে তৈরি করার সিদ্ধান্ত নেয়। তবে টাইফুন যে কোনও অংশে কম নয় তা একাধিকবার প্রমান পাওয়া গেছে।
১৯৯৪ সালে প্রথমবার আকাশে উড়তে দেখা যায় এই বিশেষ যুদ্ধবিমানটিকে। ২০০৩ সালে সার্ভিসে আসে। রয়্যাল এয়ারফোর্স ছাড়াও, ইটালি, স্পেন এবং জার্মানির বায়ুসেনার এটিকে দেখতে পাওয়া যায়।